Advertisement
০৬ নভেম্বর ২০২৪

হাওড়ায় নতুন পুলিশ কমিশনার

হাওড়ার বর্তমান পুলিশ কমিশনার গৌরব শর্মাকে রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) ডিআইজি পদে বদলি করা হয়েছে।

কুণাল আগরওয়াল

কুণাল আগরওয়াল

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০২:৪০
Share: Save:

হাওড়ার পুলিশ কমিশনার বদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কুণাল আগরওয়াল হতে চলেছেন হাওড়ার নতুন পুলিশ কমিশনার। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়েছে রাজ্য সরকার। এত দিন বিধাননগরের যুগ্ম কমিশনার (সদর) পদে ছিলেন কুণাল।

ওই নির্দেশিকা অনুযায়ী, হাওড়ার বর্তমান পুলিশ কমিশনার গৌরব শর্মাকে রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) ডিআইজি পদে বদলি করা হয়েছে। রেলের ডিআইজি শিসরাম ঝাঝারিয়া হচ্ছেন রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ডিআইজি। তাঁর জায়গায় রেলের নতুন ডিআইজি হচ্ছেন সোমা দাস মিত্র। তিনি ছিলেন রাজ্য ইবি-র ডিআইজি। কুণালের পরিবর্তে বিধাননগরের যুগ্ম কমিশনার (সদর) হতে চলেছেন রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ডিআইজি (প্রশিক্ষণ) পদে থাকা পারুল কুশ জৈন ডিআইজি (সদর) হবেন বলে এ দিনের বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য।

শুধুমাত্র হাওড়ার পুলিশ কমিশনার পদেই বদল নয়, কয়েক দিন আগে হাওড়া পুলিশ কমিশনারেটের একাধিক কর্তাকে বদলি করেছিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের ধারণা, আগামী কয়েক মাসের মধ্যেই হাওড়ায় পুরভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পুরভোটের আগে হাওড়া পুলিশ কমিশনার-সহ কমিশনারেটের বিভিন্ন পদে বদল যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

অন্য বিষয়গুলি:

Commissioner of Police Howrah Kunal Agarwal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE