গত মাসের শেষ দিকে পান্ডুয়ার কলিসন্ডা গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছিল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সেই মামলার তদন্ত পান্ডুয়া থানার পরিবর্তে এসডিপিও পদমর্যাদার পুলিশ অফিসারকে করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ওই নির্দেশ দিয়ে জানিয়েছেন, দু’সপ্তাহের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।
ছাত্রীটির বাবার অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি সকালে মেয়ে যখন স্কুলে যাচ্ছিল, সেই সময় পাশের পাড়ার এক যুবক তাকে অপহরণ করে। পরের দিন তিনি ওই যুবক এবং তার বাবা-মায়ের বিরুদ্ধে মেয়েকে অপহরণের এফআইআর দায়ের করেন পান্ডুয়া থানায়। কিন্তু পুলিশ তার পরেও মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার না-করায় হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার মামলা করেন তার বাবা। এ দিন সেই মামলারই শুনানি হয়।
মেয়েটির বাবার আইনজীবী আব্দুল হামিদ মোল্লা আদালতে অভিযোগ করেন, অভিযুক্ত যুবকের বাবা-মা তাঁদের বাড়িতেই রয়েছেন। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। মেয়েটির বাবার বক্তব্যও পুলিশ নথিভুক্ত করেনি। সেই কারণে অপহরণের সিবিআই তদন্ত চান তাঁর মক্কেল।
এ দিন মামলার সরকারি কৌঁসুলিও আদালতে স্বীকার করেন, পান্ডুয়া থানার পুলিশের তদন্ত সন্তোষজনক নয়। ছাত্রীটিকে উদ্ধারের জন্য পুলিশের আরও সক্রিয় হওয়া উচিত ছিল। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি বাগচী তদন্তের দায়িত্ব এসডিপিও পদমর্যাদার পুলিশ অফিসারের হাতে তুলে দেন। দু’সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy