বন্ধ ফ্ল্যাটে চুরি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উত্তর হাওড়ার সালকিয়ায় একটি বন্ধ ফ্ল্যাটে চুরির অভিযোগ দায়ের হল মালিপাঁচঘরা থানায়। সোমবার, ওই ফ্ল্যাটের বাসিন্দা বিনোদ তিওয়ারি অভিযোগ করেন, সকালে তিনি সপরিবার তাঁদের অন্য ফ্ল্যাটে যান। দুপুরে কিষাণলাল বর্মন রোডের ওই ফ্ল্যাটে ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। আলমারি ভেঙে চুরি হয়েছে বেশ কয়েক ভরি সোনার গয়না ও কয়েক হাজার নগদ টাকা। পুলিশ জানায়, রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
যান নিয়ন্ত্রণ হাওড়ায় জিটি রোডে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাস্তা কংক্রিট করার জন্য আজ, মঙ্গলবার থেকে প্রায় এক মাস জি টি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, ওই সময়ে চার চাকার ছোট গাড়ি ও মোটরবাইক ছাড়া অন্য কোনও যানবাহন জি টি রোড দিয়ে হাওড়া থেকে বালির দিকে আসতে পারবে না। ওই গাড়িগুলিকে সালকিয়া চৌরাস্তা থেকে জে এন মুখার্জি রোড হয়ে গিরিশ ঘোষ রোড ধরতে হবে। আবার, বালি থেকে হাওড়াগামী সমস্ত গাড়িকেই বেলুড় বাজার থেকে গিরিশ ঘোষ রোড ধরে যেতে হবে। আগামী ২৫ সেপ্টেম্বর জি টি রোড ফের খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, সালকিয়া ঘোষালবাগান থেকে লিলুয়া বড় গেট পর্যন্ত প্রায় ২ কিমি এলাকা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ত। জল জমার কারণে বছরে তিন-চার বার রাস্তাও ভেঙেচুরে যেত। গত বছরও রাস্তার অবস্থা খারাপ হওয়ায় পূর্ত দফতর জি টি রোডে ম্যাস্টিক অ্যাসফল্ট করে। জেলা প্রশাসন সূত্রের খবর, পরে রাজ্যের পূর্ত কর্তারা সিদ্ধান্ত নেন, জি টি রোডের যে সব অংশে জল জমে সেখানে কংক্রিট করা হবে। প্রথম পর্যায়ে ওই ২ কিমি অংশে কাজ শুরু হয়। রাস্তার এক পাশ কংক্রিটও করা হয়। এ বার রাস্তার অন্য অংশে কংক্রিট করা হবে। সেই জন্যই জি টি রোডে কোনও বড় গাড়ি ঢুকতে পারবে না।
আরামবাগে বামেদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
দলের ঘরছাড়া কর্মী-সমর্থকদের ফেরানো, ১০০ দিনের কাজ প্রকল্পে টাকা বরাদ্দ এবং শ্রমদিবস বাড়ানো-সহ ১২ দফা দাবিতে সোমবার আরামবাগে মহকুমা প্রশাসনের অফিস সংলগ্ন চত্বরে অবস্থান-বিক্ষোভ করল বামফ্রন্ট। নেতৃত্ব দেন সিপিএমের রবীন দেব। দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্র সরকারের সমালোচনার পাশাপাশি রাজ্যে মহিলাদের উপর আক্রমণ, শিল্প-শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্যের অভিযোগ তুলে তিনি সরকারের উপরে ক্ষোভ উগরে দেন। মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফরেরও সমালোচনা করেন। এ দিন বিক্ষোভে সামিল হন রূপচাঁদ পাল, শান্তশ্রী চট্টোপাধ্যায়, সুদর্শন রায়চৌধুরী, বিশ্বনাথ কারক প্রমুখ। বাম নেতৃত্ব।
অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ২
স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দুু’জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ওই ছাত্রীও। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ১৯ অগস্ট হুগলির মগরার বাঘাটি বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেলে স্কুল ছুটির পরে সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন। মেয়ের কোনও খোঁজ না পেয়ে ওই রাতেই বাবা ও মা মগরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ছাত্রীর মা-বাবা যখন কাজে বেরিয়ে যেত সেই সময় প্রতিবেশী এক ব্যক্তি তাদের বাড়িতে আসত। এরপরই পুলিশ ত্রিবেণী দৌলক বাজারের বাসিন্দা স্বপন পাল ওরফে কৃষ্ণ নামে ওই ব্যক্তিকে ২২ অগস্ট গ্রেফতার করে। চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক তার সাত দিনের পুলিশ হেফাজকের নির্দেশ দেন। পুলিশের দাবি, জেরায় স্বপন জানায় ওই ছাত্রীকে সে কলকাতার বউবাজারে একজনের কাছে রেখেছে। মগরা থানার ওসি সুষমা চক্রবর্তী বউবাজার থানার সঙ্গে যোগাযোগ করেন। রবিবার দুই থানার পুলিশ কর্মীরা বউবাজারে একটি ক্যুরিয়ার সার্ভিসের দোকান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। ক্যুরিয়ার সার্ভিসের দোকান মালিক রবীন দে-কে গ্রফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, রবীন হাওড়ার জগাছার বাসিন্দা। সোমবার ছাত্রীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
সিপিএম নেতার স্ত্রী-র শ্লীলতাহানি, অভিযোগ
এক সিপিএম নেতার স্ত্রীকে মারধর ও তাঁর শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে ৮ জনের নামে গোঘাটের কামচের বাসিন্দা ওই মহিলা থানায় অভিযোগ জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ অগস্ট রাতে স্বামীকে মারধরের অভিযোগ তুলে তৃণমূলের কয়েক জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান ওই মহিলা। কেন পুলিশে অভিযোগ জানানো হয়েছে, সেই জবাবদিহি চেয়ে তৃণমূলের ছেলেরা সোমবার ওই মহিলাকে মারধর এবং তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তৃণমূল অভিযোগ মানেনি। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
টাকা ফেরতের দাবিতে স্মারকলিপি
মেয়াদ শেষেও গ্রাহকদের জমা টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এই অভিযোগে তিনটি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে থানায় স্মারকলিপি জমা দিলেন উলুবেড়িয়া শাখায় কর্মরত ওই তিনটি সংস্থার কয়েকশো এজেন্ট। সোমবার দুপুরেই মিছিল করে এসে এজেন্টরা উলুবেড়িয়া থানায় স্মারকলিপি দিয়ে তিনটি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত সুপার ইন্দ্র চক্রবর্তী বলেন, “দাবি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংস্থাগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
চুঁচুড়ার নিখোঁজ কিশোরী উদ্ধার আসানসোলে
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরের সূত্র ধরে হুগলি থেকে নিখোঁজ কিশোরীকে আসানসোল থেকে উদ্ধার করল পুলিশ। সোমবার তাকে চুঁচুড়া আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আইনি প্রক্রিয়ার পরই মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ সূত্রের খবর, চুঁচুড়ার কাজিপাড়া এলাকা থেকে মাসখানেক আগে স্কুলের পথে নিখোঁজ হয় আমিনা খাতুন। বাবা শেখ কামালউদ্দিন বার বার চুঁচুড়া থানায় যান। কিন্তু পুলিশ তাঁর আবেদনে কর্ণপাত করেনি বলে অভিযোগ। সম্প্রতি আমিনার ছবি-সহ খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। এরপরই ছবি দেখে এক ব্যক্তি আসানসোল থেকে আমিনার বাবার সঙ্গে যোগাযোগ করেন। আমিনার বাবা পুলিশকে সব জানালে পুলিশ গিয়ে আমিনাকে উদ্ধার করে।
গাড়ি উল্টে মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে শ্যামপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মইনুদ্দিন মল্লিক (২০)। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে শ্যামপুরের কোলিয়ার চাঁদপুর থেকে ৯ জন কনেযাত্রী একটি গাড়িতে বাগনানে আসছিলেন। আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মইনুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন।
হার ছিনতাই
বাগানে ফুল তোলার সময় এক মহিলার গলায় হার ছিনতাই করে পালাল এক দুষ্কৃতী। সোমবার ঘটনাটি ঘটে চুঁচুড়ার মতিবাগানে। পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ মতিবাগানের বাসিন্দা বিজলী পাল বাড়ির বাগানে ফুল তুলছিলেন। সেই সময় মোটর সাইকেলে করে এসে এক দুষ্কৃতী তাঁর হার ছিনতাই করে পালায়।
পুজোর খাবার খেয়ে অসুস্থ ১২
মনসা পুজোর খাবার খেয়ে সোমবার আরামবাগ মহকুমার পুড়শুড়ার ভুঁয়েরা গ্রামে তিনটি শিশু-সহ অসুস্থ হয়ে পড়েছেন ১২ জন। বমি, পেট ব্যথা এবং ডায়েরিয়ার উপসর্গ থাকায় তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকদের অনুমান, খাদ্যে বিষক্রিয়া থেকে ওই ঘটনা হতে পারে। তবে, সকলেরই অবস্থা স্থিতিশীল বলে তাঁরা জানিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy