Advertisement
২৫ নভেম্বর ২০২৪

টুকরো খবর

ডাকঘরে জমানো টাকা দেশের যে কোনও প্রান্ত থেকে তোলার জন্য কোর ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হল। সোমবার হুগলির মুখ্য ডাকঘরে এই ব্যবস্থা চালু হয়। এখন থেকে কেউ ডাকঘরে টাকা জমালে প্রয়োজনে দেশের যে কোনও প্রান্ত থেকে তা তুলতে পারবেন। বুধবার হুগলির মুখ্য ডাকঘরে প্রদীপ জ্বালিয়ে এই নয়া ব্যবস্থা চালু করেন রাজ্যের মুখ্য পোস্টমাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ।

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৪ ০৩:৩৭
Share: Save:

হুগলিতে ডাকঘরে চালু কোর ব্যাঙ্কিং

নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

ডাকঘরে জমানো টাকা দেশের যে কোনও প্রান্ত থেকে তোলার জন্য কোর ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হল। সোমবার হুগলির মুখ্য ডাকঘরে এই ব্যবস্থা চালু হয়। এখন থেকে কেউ ডাকঘরে টাকা জমালে প্রয়োজনে দেশের যে কোনও প্রান্ত থেকে তা তুলতে পারবেন। বুধবার হুগলির মুখ্য ডাকঘরে প্রদীপ জ্বালিয়ে এই নয়া ব্যবস্থা চালু করেন রাজ্যের মুখ্য পোস্টমাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ। রাজ্যে যে সকল ডাকঘরে এই ব্যবস্থা চালু তার মধ্যে হুগলি তৃতীয়। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে একদিকে গ্রাহকদের যেমন সুবিধা হবে, তেমনই ডাকঘরের আমানতকারীদের সংখ্যাও বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ডাকঘর কর্তৃপক্ষ।

বাগনানের চাকুরে শিশু উত্‌সব

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

তিনদিন ধরে শিশু উত্‌সব অনুষ্ঠিত হল হাওড়ার বাগনানের চাকুর শিবতলা প্রাঙ্গণে। অমর স্মৃতি ক্লাবের উদ্যোগে উত্‌সব শুরু হয়েছিল গত ২১ ডিসেম্বর। উত্‌সবের উদ্বোধন করেন চিত্রশিল্পী তপন কর। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও উত্‌সবের অন্যতম আকর্ষণ ছিল ‘সেরা শিশু’-র প্রতিযোগিতা। সাতশোরও বেশি শিশু উত্‌সবে অংশগ্রহণ করেছিল। স্থানীয় বিদ্যালয়গুলির পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত কৃতী ছাত্রছাত্রীদের অমলা পাঁজা স্মৃতি বৃত্তি (২০ হাজার টাকা) প্রদান করা হয়।

অন্য বিষয়গুলি:

hgly tukro brief story southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy