Advertisement
২৭ নভেম্বর ২০২৪

টুকরো খবর

সংসদের ভিতরে দলের মহিলা সাংসদদের হেনস্থা, রেল বাজেটে বাংলাকে বঞ্চনা ও রেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বুধবার হুগলির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাল তৃণমূল। অবরোধ হল সড়ক এবং রেলপথ। পোড়ানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল।

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৪ ০১:৩১
Share: Save:

রেল নিয়ে বঞ্চনার বিরুদ্ধে পথে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

সংসদের ভিতরে দলের মহিলা সাংসদদের হেনস্থা, রেল বাজেটে বাংলাকে বঞ্চনা ও রেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বুধবার হুগলির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাল তৃণমূল। অবরোধ হল সড়ক এবং রেলপথ। পোড়ানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল। এ দিন সকালে চন্দননগর স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় টিএমসিপি। হরিপাল, উত্তরপাড়া, মশাট-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র সংগঠন। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ হাওড়া-বর্ধমান মেন শাখার আদিসপ্তগ্রাম স্টেশনে রেল অবরোধ করে তৃণমূলের লোকজন। ঘণ্টাখানেক অবরোধ চলে। অবরোধ করা হয় কোন্নগর স্টেশনেও। বলাগড়ের শেরপুর মোড়ে অসম লিঙ্ক রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। মশাটে অহল্যাবাঈ রোড, তারকেশ্বরে বৈদ্যবাটি-তারকেশ্বর রোডেও অবরোধ হয়। বিকেলে যুব তৃণমূলের নেতৃত্বে মিছিল বের হয় হুগলি মোড় থেকে। বিভিন্ন রাস্তা ঘুরে চুঁচুড়া ঘড়ির মোড়ে মিছিল শেষ হয়। মঙ্গলবার সন্ধ্যায় ডানকুনি, বৈদ্যবাটি, চণ্ডীতলা-সহ বিভিন্ন জায়গায় মিছিল বের করেন তৃণমূল। এ দিন সকালে আরামবাগ স্টেশনে তৃণমূলের পক্ষে আধ ঘন্টা রেল অবরোধ করা হয়। ফলে অফিসটাইমে বিঘ্ন ঘটে ট্রেনে।

ছাগলে ধান খাওয়ায় সংঘর্ষ, জখম ১২
নিজস্ব সংবাদদাতা • গোঘাট

ছাগলে আমন ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে জখন হলেন ১২ জন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে গোঘাটে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে গিয়েছে, হুগলির গোঘাট থানার মাজুরিয়া এবং বাঁকুড়ার কোতুলপুর থানার বামুনপোতা লাগোয়া দু’টি গ্রাম। বুধবার বিকাল সাড়ে ৫টা নাগাদ বামুনপোতা গ্রামের কয়েকটা ছাগল মাজুরিয়ার মাঠি বীজতলায় নেমে আমন ধানের বীজ খাওয়ার সময় মাজুরিয়ার লোকজন ছাগলগুলিকে বেঁধে রাখে। খবর পেয়ে বামুনপোতার লোকজন ছাগল নিতে এলে তাদের কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পরেই বামুনপোতা থেকে জনা পঞ্চাশেক লোক লাঠি-সোটা নিয়ে মাজুরিয়ার লোকজনদের উপরে চড়াও হয়। সংঘর্ষের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ, পুলিশ লাঠি চালিয়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করার সময় লাঠরি আঘাতে কয়েক জন জখন হন। যদিও পুলিশের পক্ষ থেকে লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। ফের যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য দু’পক্ষকেই সতর্ক করে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কৃতীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি পুড়শুড়া শাখার পক্ষে গত রবিবার বিকালে সংশ্লিষ্ট থানা এলাকার ১৮১ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সোদপুর হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বৃত্তিমূলক শাখার কৃতী পড়ুয়াদের হাতে মানপত্র এবং পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান, পুড়শুড়ার তৃণমূল বিধায়ক পারভেজ রহমান, তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির রাজ্য সম্পাদক অজিত নায়েক, সহ-সভাপতি আতঙ্কভঞ্জন ভুল প্রমুখ।

অম্বেডকর স্মরণ
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া

বুধবার দুপুরে পুড়শুড়ার ভাঙামোড়া নতুন গ্রাম কেএনসিএম ইনস্টিটিউশন অম্বেডকর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরামবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ওই অনুষ্ঠানে অম্বেডকরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিডিও অনির্বাণ রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy