Advertisement
০২ জুলাই ২০২৪
Student Protest

নানা দাবিতে পোস্টার কলেজ চত্বরে, বিক্ষোভও

দীর্ঘদিন ধরে পরিচালন সমিতি ছাড়াই কলেজটি চলছে। কলেজের প্রশাসক পদে রয়েছেন মহকুমাশাসক (সদর) স্মিতা স্যানাল শুক্ল।

স্লোগান ছাত্রনেতাদের। ইটাচুনা বিজয়নারায়ণ কলেজের সামনে।

স্লোগান ছাত্রনেতাদের। ইটাচুনা বিজয়নারায়ণ কলেজের সামনে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পান্ডুয়া শেষ আপডেট: ৩০ জুন ২০২৪ ০৯:১৩
Share: Save:

রুটিন মেনে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার ক্লাস নেওয়া, সকালে বিজ্ঞান বিভাগ চালু রাখা-সহ নানা দাবিতে পোস্টার পড়ল খন্যানের ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে। শনিবার কলেজের চৌহদ্দিতে এবং গেটের বাইরেও ওই সব পোস্টার দেখা যায়। তবে ওই পোস্টার কে বা কারা লাগিয়েছে, তা স্পষ্ট নয়। পোস্টারের নীচে লেখা ‘সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ’।

ঘটনাচক্রে, এ দিন দুপুরেই বিভিন্ন দাবিতে কলেজের গেটের সামনে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি। পোস্টারে থাকা প্রায় সব দাবিই শোনা গিয়েছে তাঁদের মুখেও।

দীর্ঘদিন ধরে পরিচালন সমিতি ছাড়াই কলেজটি চলছে। কলেজের প্রশাসক পদে রয়েছেন মহকুমাশাসক (সদর) স্মিতা স্যানাল শুক্ল। তিনি বলেন, ‘‘আগামী সপ্তাহে কলেজে গিয়ে নিয়ে সকলের সঙ্গে কথা বলব।’’ অধ্যক্ষ গৌতম বীট বলেন, ‘‘বিষয়টি শুনেছি। ছাত্রছাত্রীরা কিছু পোস্টার ছিঁড়েও দিয়েছেন। কেন পোস্টার পড়ল, কে বা কারা সেগুলি লাগিয়েছে, তা দেখছি। সোমবার কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলব।’’

টিএমিপি-র কলেজ ইউনিটের তরফে ছাত্রনেতা দীপমান নিয়োগী জানান, এ দিন তাঁরা ১৩ দফা দাবি নিয়ে কলেজের অধ্যক্ষ এবং প্রশাসককে ই-মেল পাঠিয়েছেন। ভর্তির ফি কমানো, দুঃস্থ ছাত্রছাত্রীদের ফি প্রয়োজনে অর্ধেক বা সম্পূর্ণ মকুব করা-সহ নানা দাবি রয়েছে তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pandua
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE