আচমকা মাঝগঙ্গায় দুলে উঠল স্পিড বোট। খানিক দূরে একটি নৌকারও টলোমলো দশা। বানের তোড়ে শেষমেশ উল্টে গেল স্পিড বোটটি। সোমবার হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গায় বোট ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শেষমেশ অবশ্য বোটে থাকা চার জনকেই উদ্ধার করা গিয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর জেলেপাড়া এলাকায় স্পিড বোট উল্টে যায়। বস্তুত, গত কয়েক দিন ধরে গঙ্গায় ভরা কটাল দেখা যাচ্ছে। সোমবার সকাল ১০টা নাগাদ গঙ্গায় বান আসে। সেই সময় মাঝগঙ্গায় ছিল একটি স্পিড বোট। বানের তোড়ে উলটে যায় সেটি। বোটটিতে ছিলেন চার জন। তাঁরা পড়ে যান গঙ্গায়। সেই সময় নদীর পারে থাকা বেশ এবং লঞ্চের লোকজন বিষয়টি দেখতে পেয়ে উদ্ধারের কাজে এগিয়ে যান।
আরও পড়ুন:
জানা গিয়েছে, উল্টে যাওয়া স্পিডবোটটিতে থাকা চার জনকেই উদ্ধার করা গিয়েছে। তাঁরা সকলেই সুস্থ আছেন বলে খবর।