Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Uttarpara

উত্তরপাড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে আগুন! আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে, ঘটনাস্থলে দমকল

রেল সূত্রে জানা গিয়েছে, টিকিট কাউন্টারে তখন চার জন বুকিং ক্লার্ক কাজ করছিলেন। হঠাৎ তাঁরা পোড়া গন্ধ পান। কিছু ক্ষণের মধ্যে টিকিট কাউন্টার ধোঁয়ায় ঢেকে যায়।

Uttarpara

আগুন, ধোঁয়ায় আতঙ্ক ছড়াল উত্তরপাড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
উত্তরপাড়া শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ১৬:৫০
Share: Save:

টিকিটের লাইনে দাঁড়িয়ে যাত্রীরা। আচমকা গল গল করে ধোঁয়া বেরোতে দেখা গেল টিকিট কাউন্টার থেকে। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়াল হুগলির উত্তরপাড়া রেলস্টেশনের টিকিট কাউন্টার চত্বরে। খবর গেল দমকল বিভাগে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে আগুন লাগে উত্তরপাড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। তবে রেলকর্মী এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

রেল সূত্রে জানা গিয়েছে, টিকিট কাউন্টারে তখন চার জন বুকিং ক্লার্ক কাজ করছিলেন। হঠাৎ তাঁরা পোড়া গন্ধ পান। কিছু ক্ষণের মধ্যে টিকিট কাউন্টার ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা হয়েছিল। কিন্তু, আয়ত্তে না-আসায় দমকলে খবর দেওয়া হয়। শেষ পর্যন্ত পাওয়া খবরে, দমকলকর্মীদের কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিভে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পাশাপাশি, পরিষেবাও সচল রয়েছে বলে রেল সূত্রে খবর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE