Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
বাতিস্তম্ভে আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাট উত্তরপাড়ায়
Power Cut at Howrah

গরম পড়তেই ফিরল লোডশেডিং, ভোগান্তি

বুধবার রাত ১২টা নাগাদ উত্তরপাড়ার শান্তিনগর এলাকায় সিইএসসি-র একটি বাতিস্তম্ভে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

-উলুবেড়িয়া

উত্তরপাড়ায় বিপত্তি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ০৯:২৮
Share: Save:

কয়েক দিন ধরে হাঁসফাঁস করা গরম পড়তেই হুগলি জেলায় বিচ্ছিন্ন ভাবে লোডশেডিং ফিরে এসেছে। শুরু হয়েছে লো-ভোল্টেজের সমস্যাও। বুধবার মাঝরাতে বাতিস্তম্ভে আগুন লেগে উত্তরপাড়া শহরের একাংশে বিদ্যুৎ বিভ্রাট হয়। রাতের ঘুম নষ্ট হয় মানুষের। বিদ্যুৎ বণ্টন সংস্থার পদস্থ কর্তারা জানিয়েছেন, ভোট মরসুম এবং রমজান মাসের কথা ভেবে কর্মিসংখ্যা বাড়িয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

বুধবার রাত ১২টা নাগাদ উত্তরপাড়ার শান্তিনগর এলাকায় সিইএসসি-র একটি বাতিস্তম্ভে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুন লেগে যায়। আতঙ্কে ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বাড়ি এবং আবাসন থেকে রাস্তায় নেমে আসেন। খবর যায় পুলিশ, সিইএসসি এবং দমকলে। দমকলকর্মীরা দ্রুত আগুন নেভান। ঘটনাস্থলে আসে‌ন পুরপ্রধান দিলীপ যাদব। সিইএসসি-র গাড়ি দেরি করে এসেছে, এই অভিযোগ তোলেন এলাকাবাসী। এ নিয়ে পুলিশের সঙ্গে সিইএসসি কর্মীদের তর্কাতর্কি হয়। ঘটনার জেরে বড় এলাকা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিদ্যুৎ
আসতে ভোর সাড়ে তিনটে বেজে যায়। একই ভাবে ওই দিন হিন্দমোটরের জনতা রোডে কোনও যান্ত্রিক সমস্যা থাকায় দীর্ঘক্ষণ লোডশেডিং হয়। নাকাল হন মানুষ।

পুরপ্রধান বলেন, ‘‘আমি সিইএসসি-কে অনুরোধ করেছি এলাকাভিত্তিক ট্রান্সফর্মারের ক্ষমতা বাড়াতে। উত্তরপাড়া পুর এলাকায় গত বছর গ্রীষ্মেও একই সমস্যা হয়েছিল। গরম পড়তেই প্রচুর সংখ্যায় এসি চলছে। সব মিলিয়েই এই সমস্যা।’’

আরামবাগ মহকুমায় লো-ভোল্টজের সমস্যার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, এই কারণে সরকারি জল প্রকল্প এবং বিভিন্ন বাড়িতে ভূগর্ভস্থ মোটরচালিত পাম্প চালানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার আরামবাগ ডিভিশনের এক কর্তা যদিও বলেন, ‘‘বিদ্যুৎ নিয়ে এখনও সেই ভাবে বড় কোনও সমস্যা দেখা দেয়নি। লো-ভোল্টজের বিষয়টি দেখা হবে।’’

হাওড়া গ্রামীণে বিদ্যুৎ বিভ্রাটের বড় কোনও ঘটনা ঘটেনি। মঙ্গলবার দু’-একটি জায়গায় লোডশেডিং
হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি বলে স্থানীয় সূত্রের খবর। বিদ্যুৎ বণ্টন সংস্থার উলুবেড়িয়া ডিভিশনের এক কর্তা বলেন, ‘‘রমজান মাস চলছে।
চলছে নির্বাচনের কাজকর্ম। এই আবহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বহাল করা হয়েছে বাড়তি কর্মী।’’

অন্য বিষয়গুলি:

Chinsurah Uluberia Power Cut
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy