Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Howrah Municipality

ডেঙ্গি রোধে ‘ব্যর্থ’ পুরসভা, হাওড়ায় একযোগে পথে বিরোধীরা

হাওড়া শহরে ইতিমধ্যে ডেঙ্গি সংক্রমিতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। বেসরকারি সূত্র অনুযায়ী, মৃত্যু হয়েছে সাত জনের।

অভিযোগ, আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। দেখা মিলছে না মশার লার্ভা নিধনকারী দলের। 

অভিযোগ, আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। দেখা মিলছে না মশার লার্ভা নিধনকারী দলের।  ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ০৮:০৬
Share: Save:

ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভা, এমন অভিযোগ তুলে এ বার পথে নামল বিরোধী রাজনৈতিক দলগুলি। রবিবার শহরের কয়েকটি জায়গায় ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচারকরে বিজেপি এবং সিপিএম। ছড়ানো হয় মশা মারার তেল। যদিও পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী এই কর্মসূচি লোক দেখানো বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘‘ডেঙ্গি মোকাবিলায় সারা বছর রাস্তায় নেমে কাজ করেন পুরকর্মী ও আধিকারিকেরা। আর বিরোধীরা এক দিন রাস্তায় নেমেছেন। ওঁদের ওই কর্মসূচি ভিত্তিহীন।’’

প্রসঙ্গত, হাওড়া শহরে ইতিমধ্যে ডেঙ্গি সংক্রমিতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। বেসরকারি সূত্র অনুযায়ী, মৃত্যু হয়েছে সাত জনের। বিরোধী দলগুলির বক্তব্য, ডেঙ্গি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে বলে পুরসভা দাবি করলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সঙ্গে বেড়েই চলেছে মৃত্যু। অভিযোগ, আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। দেখা মিলছে না মশার লার্ভা নিধনকারী দলের।

এ দিন হাওড়া জেলা বিজেপির দক্ষিণ হাওড়া, ডোমজুড় এবং শিবপুর মণ্ডলের তরফে ওই এলাকাগুলিতে মশা মারার তেল ছড়ানো হয়। বিজেপির জেলা সদর সভাপতি মণিমোহন ভট্টাচার্য বলেন, ‘‘ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি মানুষকে সচেতন করতে আমরা পথে নেমেছি।’’

বিজেপি ছাড়াও এ দিন পথে নেমেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সংগঠনের রেড ভলান্টিয়ার্সের তরফে কদমতলা এলাকার ২৩ নম্বর ওয়ার্ডে জঞ্জাল পরিষ্কার, মশা মারার তেল ছড়ানোর মতো কর্মসূচি পালিত হয়। দলের হাওড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সোমনাথ গৌতম বলেন, ‘‘আমরা প্রতিটি এলাকায় গিয়ে ডেঙ্গি-সচেতনতার প্রচার করছি।’’ অন্য দিকে, সর্বভারতীয় ধর্মনিরপেক্ষ ফ্রন্ট নামে একটি সংগঠনের তরফেও এ দিন টিকিয়াপাড়ায় একই কর্মসূচি নেওয়া হয়।

যদিও সুজয়বাবুর দাবি, গত কয়েক সপ্তাহে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক কমেছে। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ‘‘চলতি বছরের ৪২তম সপ্তাহে পুর এলাকায় সংক্রমিতের সংখ্যা ছিল ৩২৫। ৪৩তম সপ্তাহে তা কমে হয় ২৭৫। ৪৪তম, অর্থাৎ, গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে ১৯৭ জনে। পুরসভা কাজ করছে বলে এই সুফল পাওয়া যাচ্ছে।’’

একই দাবি করেছেন হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডলও। তিনি বলেন, ‘‘ডেঙ্গির লেখচিত্র এখন নিম্নমুখী। জেলা স্বাস্থ্য দফতর তৎপরতার সঙ্গে কাজ করছে। তবে আক্রান্তের সংখ্যা কমলেও স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলিকে ডেঙ্গির রক্তপরীক্ষা আরও বাড়াতে বলা হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Howrah Municipality Dengue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy