গত এক সপ্তাহে কমপক্ষে এক হাজারের বেশি রেলকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। —ফাইল চিত্র।
করোনার থাবা রেল দফতরে। গত এক সপ্তাহে কমপক্ষে এক হাজারের বেশি রেলকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের বেশির ভাগই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন বর্তমানে। এমনটাই জানাল পূর্ব রেল।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, পূর্ব রেলের হাওড়া, মালদহ, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশন মিলিয়ে কমপক্ষে এক হাজারেরও বেশি কর্মী আক্রান্ত হয়েছেন। লোকাল ও দূরপাল্লার ট্রেনের চালক, সহকারী চালক, টিটি ছাড়াও আক্রান্তদের বড় অংশই অফিসার পদমর্যাদার কর্মী।
এ ছাড়াও হাওড়া, বামুনগাছি ও লিলুয়া কারসেডের বেশ কয়েক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। পূর্ব রেল জানিয়েছে, এ বার যে হেতু কোভিডে আক্রান্ত হয়ে রোগীরা দ্রুত সেরে উঠছেন, তাই রেল পরিষেবায় খুব বেশি প্রভাব পড়েনি। তবে সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।
অন্য দিকে, দক্ষিণ পূর্ব রেলের গার্ডেনরিচ হাসপাতালের প্রায় একশো জন স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছেন কোভিডে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy