সোমবার ওই ভিডিয়োটি টুইটারে পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, ‘বিহারিবাবু শক্রঘ্ন সিন্হার কাছে আমার বিনীত প্রশ্ন, স্যার, তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই অপমানজনক বক্তৃতা সম্পর্কে আপনি কী অনুভব করেন? আপনার নতুন দলের সহকর্মীর বিহারিদের প্রতি অনুভূতি খুবই স্বচ্ছ।’
ফাইল চিত্র।
সম্প্রতি কলকাতা বইমেলায় বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এক বক্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় মনরঞ্জনের বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, রাজ্যে বসবাসকারী বিহারিদের নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেন তিনি। সম্প্রতি আসানসোলে শত্রুঘ্ন সিন্হাকে তৃণমূল প্রার্থী করার প্রসঙ্গ তুলে সেই ‘বিতর্কিত’ বক্তব্যের ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়ক জানালেন, ভিডিয়োটি আংশিক। তাঁর বক্তব্যের পুরো ভিডিয়ো পোস্ট করেননি শুভেন্দু। যদিও ওই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি।
সোমবার ওই ভিডিয়োটি টুইটারে পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, ‘বিহারিবাবু শক্রঘ্ন সিন্হার কাছে আমার বিনীত প্রশ্ন, স্যার, তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই অপমানজনক বক্তৃতা সম্পর্কে আপনি কী অনুভব করেন? আপনার নতুন দলের সহকর্মীর বিহারিদের প্রতি অনুভূতি খুবই স্বচ্ছ।’
এই বিষয়ে মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিডিয়োটি প্রকাশ করেননি।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলায় বাস করেন এমন অবাঙালি, যাঁরা বাংলাকে অসম্মান করেন না, বাংলার সাহিত্য-সংস্কৃতিকে সম্মান করেন, বাংলার মহিলাদের সম্মানের চোখে দেখেন, তাঁদের কিছু বলার নেই। কিন্তু যাঁরা বাঙালি এবং বাঙালির সাহিত্য-সংস্কৃতির বিরুদ্ধে বিষোদ্গার করেন, তাঁদের মতামত আমাকে পীড়িত করে। আমি যা বলেছি, তা আমার ব্যক্তিগত মত। দলের নয়।’’
এই প্রসঙ্গে তিনি বলেন তিনি নিজে শত্রুঘ্নের হয়ে প্রচারে যাবেন। বিধায়ক বলেন, ‘‘দল শত্রুঘ্ন সিন্হাকে আসানসোল থেকে প্রার্থী করেছে। দলের প্রয়োজনে আমি এক জন সৈনিক হিসাবে সেখানে প্রচারে যাব।’’
রবিবারই টুইট করে আসানসোল লোকসভা উপনির্বাচনের শত্রুঘ্নকে প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
My humble question to Bihari Babu Shri @ShatruganSinha ji, Sir, what do you feel about this disgraceful rant of TMC MLA Manoranjan Byapari?
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 14, 2022
Your new party colleague is very transparent about his feelings towards Biharis. His recent speech at the Kolkata International Book Fair: pic.twitter.com/3vtVln6tdH
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy