Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Rachana Banerjee

দিদিমণি হলেন ‘দিদি নম্বর ওয়ান’, পান্ডুয়ার স্কুলে গিয়ে খুদেদের ক্লাস নিলেন হুগলির সাংসদ রচনা

বৃহস্পতিবার পান্ডুয়ার একটি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের বেশ কয়েকটি বাংলা শব্দের বানান জিজ্ঞাসা করেন সাংসদ রচনা। পড়ুয়ারা ঠিক মতো উত্তর দেওয়ায় বলেন, “ভাল ছেলে।”

পান্ডুয়ার খন্যান প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার  সকালে।

পান্ডুয়ার খন্যান প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে। —নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
পান্ডুয়া শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ১৬:৩৮
Share: Save:

‘যাত্রা’ বানান কী? ‘ভগবান’ বানান কী? খুদে পড়ুয়াদের প্রশ্ন করছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উঠে দাঁড়িয়ে সমস্বরে উত্তর দিচ্ছেন খুদে পড়ুয়ারা। ঘটনাস্থল হুগলি জেলার পান্ডুয়ার খন্যান প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকের ভূমিকায় খোদ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন রচনা। প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ‘সারপ্রাইজ় ভিসিটে’ যান তিনি। হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে নিজের অসন্তোষের কথা জানান তিনি। চিকিৎসক মণিশঙ্কর মুখোপাধ্যায়কে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেন। তার পরেই খন্যান প্রাথমিক বিদ্যালয়ে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা। সেখানেই দিদিমণির ভূমিকায় দেখা যায় ‘দিদি নম্বর ওয়ান’কে।

একটি শ্রেণিকক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের বেশ কয়েকটি বাংলা শব্দের বানান জিজ্ঞাসা করেন রচনা। পড়ুয়ারা ঠিক মতো উত্তর দেওয়ায় বলেন, “ভাল ছেলে।” পরে স্কুলটিও ঘুরে দেখেন সাংসদ। স্কুলঘরের চাঙড় ভাঙা থাকায় জানান, সেগুলি সারাতে হবে। কয়েকটি অতিরিক্ত ঘরের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, মিড ডে মিলের রান্নার বন্দোবস্ত অন্য জায়গায় হলে ভাল।

স্কুল পরিদর্শনের পর রচনার বক্তব্য, “সরকারি স্কুলেও ভাল পড়াশোনা হয়। এটা যাতে বজায় থাকে, সেটা ভাল ভাবে দেখা উচিত।” একই সঙ্গে রচনার সংযোজন, “ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে ভাল ভাবে পড়াশোনা করানো গেলে কেউ স্কুলছুট হবে না। পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না। বরং, বড় স্কুলে গিয়ে ক্লাস সিক্সে ভর্তি হবে। এমন ভাবেই পড়ুয়াদের তৈরি করতে হবে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE