Advertisement
১৩ সেপ্টেম্বর ২০২৪
Arrest

বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ-গ্রেফতার পাঁচ

ধৃতদের মধ্যে দু’জনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁরা কোথায় যাচ্ছিলেন, কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বৈদ্যবাটি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ২৩:৩৪
Share: Save:

বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ-গ্রেফতার পাঁচ জন। চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈদ্যবাটি দীর্ঘাঙ্গি মোরে নাকাচেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতিকে ধরে পুলিশ। আটক করা হয় একটি স্করপিও গাড়িও। রবিবার রাতে বৈদ্যবাটি দীর্ঘাঙ্গি মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় একটি গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালান গাড়িচালক, দু’টি নাইন এমএম পিস্তল ও ছ’রাউন্ড কার্তুজ-সহ পাঁচ জনকে গ্রেফতার করে শ্রীরামপুর থানায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শিবনাথ বিশ্বাস (৩৬), সৌম সুরুল (৩৩), সুমিত দাস (২০), স্বস্তি দাস (৩০) , দীপক সিংহ (২৬)। সকলেই শ্রীরামপুরের বাসিন্দা।

ধৃতদের মধ্যে দু’জনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁরা কোথায় যাচ্ছিলেন, কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest Baidyabati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE