মেসেজ পাঠিয়ে প্রতারণা। ফাইল চিত্র
ফোনের সিম কার্ড আপডেট না করলে তা ব্লক হয়ে যাবে। এমন বার্তা পাঠিয়ে অশীতিপর বৃদ্ধের তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৬২ হাজার টাকা গায়েব করল জামতাড়া গ্যাং। উত্তরপাড়ার বৃদ্ধ ফাল্গুনী মুখোপাধ্যায় চন্দননগর কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন।
উত্তরপাড়ার বিকে স্ট্রিটের একটি আবাসনের বাসিন্দা ফাল্গুনী। তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী। অবসরের টাকা তিনি জমা রেখেছিলেন উত্তরপাড়ার তিনটি ব্যাঙ্কে। তাঁর বক্তব্য, ‘‘আমি গত ১২-১৩ বছর ধরে অনলাইনে কেনাকাটা করি। গত ২৬ অক্টোবর হঠাৎ করে মেসেজ আসে সিম কার্ড আপডেট করার। না হলে সিম কার্ড ব্লক করে দেওয়া হবেও বলা হয়। ওই মেসেজে একটি নম্বর দেওয়া হয়েছিল। সেখানে ফোন করলে আমাকে বলা হয়, একটি অ্যাপ ডাউনলোড করতে এবং ১০ টাকা পাঠাতে। এটা করার পর আমার অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৬২ হাজার টাকা তুলে নেওয়া হয়। ওরা কথার জালে আমাকে জড়িয়ে প্রতারণা করেছে।’’
এ নিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন ফাল্গুনী। চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের এক আধিকারিক বলেন, ‘‘একাধিক অ্যাপ আছে যা না বুঝে মোবাইলে ডাউনলোড করলেই সর্বনাশ। অ্যাপ চালু হতেই মোবাইল প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায়। অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও কিছুই আর প্রতারিত জানতে পারেন না। তাই তৎক্ষণাৎ বুঝতে পারেন না প্রতারণার কথা। যখন জানতে পারেন তখন অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy