অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই নয়। চলতি সপ্তাহে আরও তেজ বৃদ্ধি করবে গরম। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। সোমবার এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েক দিন ধরেই গা-জ্বালানো গরমে কাহিল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা। চৈত্রের শেষলগ্নে কলকাতাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে মহানগরীর তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৫ এপ্রিল, অর্থাৎ বাংলা নববর্ষ পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সপ্তাহে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। আগামী দিনে তা আরও ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবারের মতো সোমবার সকাল থেকেও চাঁদিফাটা রোদে নাজেহাল সকলে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে রোদের তাপ। এই পরিস্থিতিতে আপাতত আশার বাণী শোনাতে পারল না আলিপুর।
আরও পড়ুন:
সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদের তাপ এড়ানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সদ্যোজাত, শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোলে ছাতা, টুপি, রোদচশমা ব্যবহার করার কথা বলা হয়েছে।