Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Calcutta High Court

High Court: আদালতে কেন ঝুলে ২৭ হাজারের বেশি মামলা? রাজ্যকে হলফনামা জমা দিতে বলল হাই কোর্ট

রাজ্যে অনেক মামলার কোনও অগ্রগতি না হওয়ায় স্বতঃপ্রণোদিত ভাবে জনস্বার্থ মামলা দায়ের করে হাই কোর্ট। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি।

কলকাতা হাই কোর্ট

কলকাতা হাই কোর্ট ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ১৭:০৪
Share: Save:

হাই কোর্টে ফের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। আদালতে কেন বছরের পর বছর মামলা ঝুলে রয়েছে, কেন এত কম মামলার নিষ্পত্তি হচ্ছে তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট। এই বিষয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে রাজ্যকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ।

রাজ্যে অনেক মামলার কোনও অগ্রগতি না হওয়ায় স্বতঃপ্রণোদিত ভাবে জনস্বার্থ মামলা দায়ের করে হাই কোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। বিচারপতির প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের বিভিন্ন দফতর এই বিষয়ে তদন্ত করে দেখছে। এই মন্তব্য শুনে ক্ষোভ প্রকাশ করেন বিন্দল। তিনি বলেন, ‘‘আমরা দফতর দেখতে যাব না। আপনি রাজ্যের হয়ে সওয়াল করছেন। আপনাকে এ বিষয়ে জানাতে হবে।’’

রাজ্যের বিভিন্ন আদালত থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী ঠিক সময়ে প্রশাসন চার্জশিট জমা না দেওয়ায় ঝুলে থাকা মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২৬৭। এমনকি জঘন্য অপরাধের অভিযোগ ওঠা অনেক মামলাতেও সঠিক সময়ে চার্জশিট দেওয়া হয়নি। এতে প্রশাসনের উদাসীনতা প্রকাশ পাচ্ছে বলেই মনে করেছে আদালত। তাই রাজ্যের কাছে জবাব চেয়েছে হাই কোর্ট।

অন্য বিষয়গুলি:

Calcutta High Court State Government Case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy