এপ্রিলের শুরু থেকেই ঝাঁজ বেড়েছে গ্রীষ্মের। তীব্র গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। মাঝে দিন কয়েক বৃষ্টি হলেও আপাতত বৃষ্টির ছিটেফোঁটাও নেই। সঙ্গে বেলা বাড়তেই মাথার উপর চড়া রোদ। সেই আবহে হাওয়া অফিস জানাল, তাপপ্রবাহ শেষ হলেই দেখা মিলতে পারে স্বস্তির বৃষ্টির। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে পাল্লা দিয়ে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
শনিবার পর্যন্ত দক্ষিণের সাত জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাসিন্দাদের দেওয়া হয়েছে সতর্কবার্তাও। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ থেকে ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। এই চার জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি, তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া এবং বীরভূমেও। শনিবারও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন:
তবে আলিপুর জানিয়েছে, শনিবার থেকেই ধীরে ধীরে আবহাওয়ায় পরিবর্তন হবে। ওই দিন থেকেই হাওয়ার গতিপথ বদলাতে পারে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার মাঝারি থেকে ভারী ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার বাড়বে ঝড়ের প্রকোপ। সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই দু’দিন ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে শনিবারের আগে বৃষ্টির দেখা মিলবে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বুধবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস।