জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।
স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে স্মরণ করে তিনি যুব সম্প্রদায়ের প্রতিভাকে কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন রাজ্য সরকারকে।
ধনখড় টুইট করেন, ‘স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং জাতীয় যুব দিবস। আশা করব রাজ্য সরকার যুব প্রতিভাকে তুলে ধরার এবং কাজে লাগানোর চেষ্টা করবে।’
On the occasion #SwamiVivekanandaJayanti #NationalYouthDay @YASMinistry wish opportunities for youth @MamataOfficial to fully exploit their potential & talent.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 11, 2022
AND be blessed with environ “Where the mind is without fear & the head is held high”.@rkmbelurmath @PTI_News @ANI pic.twitter.com/UfuTBoa7TZ
এর পরেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি পঙ্ক্তিও উল্লেখ করেছেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’ এই পঙ্ক্তির মধ্য দিয়েই তিনি রাজ্যে একটা ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার ইঙ্গিতও দিয়েছেন।
রাজ্যের সঙ্গে রাজ্যপালের ‘সঙ্ঘাত’ লেগেই থাকে। তা সে নির্বাচন সংক্রান্ত বিষয় হোক বা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কখনও কখনও সেই ‘সঙ্ঘাত’ চরমে পৌঁছতেও দেখা গিয়েছে। নানা বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক বার সরব হতেও দেখা গিয়েছে রাজ্যপালকে। তবে এ বার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যকে পরামর্শ দেওয়ার পথেই হাঁটলেন তিনি। রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতিভাকে নিংড়ে নিয়ে তা কাজে লাগানোর কথাও বলেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy