Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Mucormycosis

বাংলায় ব্ল্যাক ফাঙ্গাসের খোঁজ মিলল ঝাড়খণ্ড, বিহার থেকে আসা ৪ কোভিড আক্রান্তের দেহে

দুর্গাপুরের দিশা চক্ষু হাসপাতালে ৪ জনের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ঝাড়খণ্ডের ও ১ জন বিহারের বাসিন্দা।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৮:১৯
Share: Save:

এ বার বাংলায় ৪ করোনা আক্রান্তের শরীরে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের খোঁজ মিলল। দুর্গাপুরের দিশা চক্ষু হাসপাতালে এমন ৪ জনের খোঁজ পাওয়া গিয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ঝাড়খণ্ডের ও ১ জন বিহারের বাসিন্দা।

দিশা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস ভট্টাচার্য বলেছেন, ‘‘৪ জন রোগীর মধ্যে ৩ জনের বাড়ি ঝাড়খণ্ডের নওদা ও দুমকায়। আর ১ জনের বাড়ি বিহারের ভাগলপুরে। ৪ জন রোগীর মধ্যে ৩ জন পুরুষ। তাঁদের বয়স ৩৫, ৪০ ও ৫০ বছর। ৬৫ বছর বয়সি এক মহিলাও আক্রান্ত হয়েছেন।’’

দেবাশিস আরও বলেন, ‘‘যে ৪ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস দেখা দিয়েছে, তাঁরা প্রত্যেকেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু তার পরেই তাঁদের চোখ ফুলে যায় ও চোখে ভীষণ ব্যথা শুরু হয়। ফলে তাঁরা চিকিৎসা করাতে এলে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে। ৪ জনের মধ্যে ২ জন রোগীকে দুর্গাপুরের আর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে তাঁদের অবস্থা স্থিতিশীল।’’

অন্য বিষয়গুলি:

West Bengal Mucormycosis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy