—ফাইল চিত্র।
প্রয়াত হয়েছেন হুগলি জেলায় সিপিএমের কৃষক সভার নেতা ও প্রাক্তন বিধায়ক বিনয় দত্ত (৭২)। আরামবাগ থেকে পরপর তিন বার নির্বাচিত হয়ে ১৫ বছর (১৯৯৬-২০১১) বিধায়ক ছিলেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শুক্রবার রাতে আরামবাগের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল তাঁকে, সেখানেই শনিবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। খানাকুলে সভা সেরে ফেরার পথে ২০১২ সালে তাঁর উপরে হামলার অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ থাকলেও দলের কর্মসূচিতে আসতেন। আরামবাগে বিনয়বাবুর মরদেহে শ্রদ্ধা জানাতে সিপিএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক-সহ বাম নেতাদের পাশাপাশিই উপস্থিত ছিলেন আরামবাগ ও গোঘাটের বর্তমান দুই তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা ও মানস মজুমদার। কলকাতায় এনে এনআরএস হাসপাতালে বিনয়বাবুর দেহ দান করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy