কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকেই। কলকাতার কোথাও কোথাও রাতের দিকে দু’এক পশলা বৃষ্টি হয়েছে। শুক্রবারও বিকেলের দিকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ রাজ্যের ১৫টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, অর্থাৎ, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রত্যেক জেলাতেই শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টি এবং ঝড়ের বেগ কিছুটা কমতে পারে। দুর্যোগের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রের উপরেও। শুক্রবার পর্যন্ত কোনও মৎস্যজীবী যাতে সমুদ্রে না-যান, তা নিশ্চিত করতে বলেছে হাওয়া অফিস। শনিবার থেকে অবশ্য তাঁদের উপর আর নিষেধাজ্ঞা নেই। সমুদ্রে পরিস্থিতি শনিবার থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার উত্তরের আটটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়বে। কমলা সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের জন্য।
অসম, রাজস্থান এবং মধ্যপ্রদেশের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানিয়েছে আলিপুর। সেই সঙ্গে রয়েছে জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত, অন্যটি ছত্তীসগঢ়ের উপর দিয়ে গিয়েছে। আগামী ২৪ মার্চ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর ফলে বাংলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।