Advertisement
১০ জুন ২০২৪
Suvendu Adhikari

‘আপত্তিকর’ মন্তব্যের জের, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর হুগলিতে! গ্রেফতারের দাবি তৃণমূলের

শনিবার গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার অভিযোগটি দায়ের করেন। অভিযোগ, ৩১ জুলাই ডানকুনিতে বিজেপির কর্মসূচিতে এসে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৭
Share: Save:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। শনিবার গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার অভিযোগটি দায়ের করেন। অভিযোগ, ৩১ জুলাই ডানকুনিতে বিজেপির কর্মসূচিতে এসে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। ফলে সমাজে ভুল বার্তা গিয়েছে। তাই অবিলম্বে গ্রেফতার করা হোক তাঁকে। মানসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। শুভেন্দুর বিরুদ্ধে অবমাননাকর অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে কামারকুন্ডু থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। মানস বলেছেন, ‘‘কোনও তথ্যপ্রমাণ ছাড়া বিরোধী দলনেতা আমার ও আমাদের দলের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। তাই আমরা তাঁর বিরুদ্ধে কামারকুন্ডু থানায় অভিযোগ দায়ের করেছি। আমাদের দাবি, তাঁকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয়।’’

এই অভিযোগের জবাব দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দুর দফতর। গোঘাটের প্রাক্তন বিধায়কের অভিযোগের জবাবে তাঁদের বক্তব্য, বিরোধী দলনেতা যখন কোনও অভিযোগ করেন, তার সপক্ষে তাঁর কাছে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ থাকে। তাই যথা সময়ে সেই প্রমাণ প্রকাশ্যে আনা হবে। তবে হুগলি জেলা তৃণমূল বিরোধী দলনেতার গ্রেফতারের দাবিতে সরব। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব ডানকুনিতেই শুভেন্দুর করে যাওয়া সভাস্থলে প্রকাশ্য জনসভা করে যাবতীয় অভিযোগের জবাব দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE