শাসক দলের অফিসে এক মহিলাকে ধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। পশ্চিম মেদিনীপুরের এই ঘটনায় সোমবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের খবর, চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা আছে। নির্যাতিতার পরিবারের আইনজীবীর অভিযোগ, ধর্ষণের ধারা যুক্ত না করে অভিযুক্ত শাসক নেতাকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, রবিবার পশ্চিম মেদিনীপুরে ওই নির্যাতিতার বাড়ির এলাকায় গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের দল। তারাও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিল। কেন অভিযুক্ত অঞ্চল তৃণমূল সভাপতিকে গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল কমিশন। বস্তুত, ঘটনার পরে এক সপ্তাহ কেটে গেলেও অভিযুক্ত ধরা পড়েনি।
নির্যাতিতার স্বামীর অভিযোগ, গত ৯ মার্চ তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়। তারপর মহিলা চিকিৎসার কারণে বাইরে ছিলেন। ১৩ মার্চ বাড়ি ফিরলেও নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। কারণ, ১৫ মার্চ রাতে তৃণমূলের লোকজন এসে অভিযোগ তুলে নেওয়ার হুমকি দিয়েছে বলে দাবি। অভিযুক্ত নিজে পুলিশের সঙ্গেই ঘোরাফেরা করছেন বলেও দাবি নির্যাতিতার স্বামীর। অভিযুক্ত অবশ্য এ দিনও দাবি করেন, ‘‘এটা বিজেপির চক্রান্ত। আমি নির্দোষ। পুরোটাই সাজানো গল্প। আমাদের তরফে কেউ হুমকিও দেয়নি।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)