Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
Coronavirus in West Bengal

গাণিতিক মডেল তৈরি হলেও রেখচিত্র কবে নামবে তা অনিশ্চিত

জনসাধারণের একটি অংশের আচরণ চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের একাংশকে। তাঁরা জানাচ্ছেন, জনসাধারণের ওই অংশ মনে করছে যে, রেখচিত্র শীর্ষে পৌঁছেই গিয়েছে।

নিয়ম-ভঙ্গ: সংক্রমণ রুখতে মাস্ক পরা এবং দূরত্ব-বিধি মেনে চলার উপরে জোর দেওয়া হলেও এখনও সচেতন হননি অনেকে. হেদুয়া এলাকায় মাস্ক ছাড়াই পাশাপাশি বসে কয়েক জন.

নিয়ম-ভঙ্গ: সংক্রমণ রুখতে মাস্ক পরা এবং দূরত্ব-বিধি মেনে চলার উপরে জোর দেওয়া হলেও এখনও সচেতন হননি অনেকে. হেদুয়া এলাকায় মাস্ক ছাড়াই পাশাপাশি বসে কয়েক জন.

দেবাশিস ঘড়াই
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৫:২৮
Share: Save:

কোভিড ১৯-এর রেখচিত্র কবে শীর্ষে (পিক) পৌঁছবে, কত দিনে তা নামতে শুরু করবে এই নিয়ে বেশ কিছু দিন ধরেই চর্চা শুরু হয়েছে। এই সংক্রান্ত একাধিক গাণিতিক মডেলও তৈরি হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের একটি অংশ জানাচ্ছেন, কোভিড ১৯-এর রেখচিত্র কবে নামতে শুরু করবে, তা এখনই বলা মুশকিল। কারণ, এখনও ভাইরাসটির গতিপ্রকৃতি নিয়ে সংশয় কাটেনি। ফলে এর আচরণ অধরা।

এরই পরিপ্রেক্ষিতে জনসাধারণের একটি অংশের আচরণ চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের একাংশকে। তাঁরা জানাচ্ছেন, জনসাধারণের ওই অংশ মনে করছে যে, রেখচিত্র শীর্ষে পৌঁছেই গিয়েছে। এ বার তা নামবে। তাই নিয়ম পালন করার ক্ষেত্রে অনেক সময়েই শিথিলতা দেখা যাচ্ছে। সেটাই বিপদের কারণ বলে মনে করছেন গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞেরা। তাঁদের বক্তব্য, এখন সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সেই নিরিখে এই মুহূর্তে কলকাতা-সহ পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। যেখানে মুহূর্তের অসতর্কতায় সংক্রমণের গতি আকাশছোঁয়া হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে যুক্ত এক গবেষকের কথায়, ‘‘এপিডেমিক কার্ভ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে অনেক গাণিতিক মডেলও তৈরি হয়েছে। কিন্তু নির্দিষ্ট করে এখন‌ই বলা সম্ভব হচ্ছে না, কবে থেকে সংক্রমণের রেখচিত্র নামতে শুরু করবে। তার কারণ সংক্রমণ ছড়ানোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেক বিষয় (ফ্যাক্টর)।’’

যেমন আনলক পর্বে সংক্রমণ রুখতে প্রশাসন কী রূপরেখা তৈরি করেছে, বেশি সংক্রমিত এলাকা থেকে কম সংক্রমিত এলাকায় মানুষ যাতায়াত করছেন কি না, মাস্ক পরা-সহ সংক্রমণ রুখতে নিয়ম পালন করা হচ্ছে কি না— এমন একাধিক বিষয়ের উপরে সংক্রমণের গতি নির্ভর করছে। এর যে কোনও একটিতে ফাঁক থাকলেই সংক্রমণ বাড়বে। যদি সব ‘ফ্যাক্টর’ ঠিক থাকে, তবেই সংক্রমণের হার একই থাকবে বা তার গতি কিছুটা শ্লথ হবে, জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

ডব্লিউএইচও-র ‘দক্ষিণ-পূর্ব এশিয়া রিজিয়ন অফিস’-এর কমিউনিকেবল ডিজ়িজ়ের প্রাক্তন ডিরেক্টর রাজেশ ভাটিয়া

জানাচ্ছেন, ভাইরাসটির সম্পর্কে এখনও সব ঠিক করে বুঝে ওঠা যায়নি। ফলে জনসাধারণের কত অংশ এখনও সংক্রমিত হতে পারেন, সেটি নিয়েও ধোঁয়াশা রয়েছে। সাধারণত সংক্রমণের রেখচিত্র ওঠার পরে তা নামতে শুরু করে। তবে রাজেশবাবুর কথায়, ‘‘কবে কার্ভ নামবে, তা নিয়ে কেউই নিশ্চিত করে পূর্বাভাস দিতে পারেননি। এত দিন বা এত মাস পরে কার্ভ নামবে, এটা বলা সম্ভব নয়। কোভিডের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।’’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সংক্রমণের হার কত হবে, তা অনেকটাই নির্ভর করছে প্রশাসন কী ভাবে পরিস্থিতি সামলাচ্ছে তার উপরে। এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কথায়, ‘‘মাস্ক পরা, দূরত্ব-বিধি মানার ক্ষেত্রে কতটা নিয়ম পালন করা হচ্ছে, তার উপরে সংক্রমণের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করছে।’’ ‘ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন’-এর পূর্বাঞ্চলের সেন্ট্রাল কাউন্সিলের সদস্য অয়ন ঘোষের কথায়, ‘‘মার্চ-এপ্রিলে কোভিড ১৯-এর রেখচিত্র নিয়ে অনেকগুলো গাণিতিক মডেল করা হয়েছিল। কিন্তু তার কোনওটিই সে ভাবে মেলেনি। এপিডেমিক কার্ভ এক সময়ে তো নামবেই। কিন্তু সেটা কবে নামবে, তা অনিশ্চিত।’’

অন্য বিষয়গুলি:

Coronavirus in West Bengal Corona Infection Rate Covid 19 Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy