উদ্ধারের পর হাওড়ার হাসপাতালে ওই ছাত্র। —নিজস্ব চিত্র।
লঞ্চটা সবে হাওড়ার ফেরিঘাট ছুঁয়েছে। লঞ্চ থেকে নামতে গিয়ে পা হড়কে যায় যুবকটির। গঙ্গায় তখন ভরা জোয়ার। অনেকের চোখের সামনে জলের তোড়ে ভেসে যাচ্ছিল যুবকটি। লঞ্চে আর ফেরিঘাটে তখন দাঁড়িয়ে প্রচুর মানুষ। কিন্তু ভিড়ের মধ্যে কেউই এগিয়ে আসেননি তাঁকে বাঁচাতে। হঠাৎই মাঝবয়সী এক তরুণ ঝাঁপিয়ে পড়লেন গঙ্গায়। ঝড়ের গতিতে উত্তাল গঙ্গায় সাঁতরে উদ্ধার করলেন সেই যুবককে।
বৃহস্পতিবার এমন ঘটনাই ঘটেছে হাওড়ার লঞ্চঘাটে। বেলা সাড়ে ১১টা নাগাদ পীযূষ ময়রা নামে এক যুবক পা ফসকে গঙ্গায় পড়ে যান। নদীতে তখন ভরা জোয়ার। নিমেষের মধ্যে প্রায় ৫০ মিটার ভেসে যান তিনি। সেই সময় ঘটনাস্থলে হাজির ছিলেন জাতীয়স্তরের প্রাক্তন সাঁতারু সুরজিৎ ঘোষ। কোনও কিছু না ভেবে ব্যাগপত্র ফেলে ঝাঁপ দিয়ে উদ্ধার করেন ওই যুবককে। এর পর জলপথ পরিবহণ সংস্থার দুই কর্মীর সাহায্য নিয়ে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন তিনিই। যদিও এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি পীযূষ। সুরজিৎবাবু তাঁকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন জানার পর থেকে এক মুহূর্তের জন্যও সুরজিৎবাবুকে কাছছাড়া করতে চাইছেন না পীযূষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy