Advertisement
০২ নভেম্বর ২০২৪

স্যালুট নিল না দাঁতাল, পিষে মারল রক্ষীকে

এ দিন বিকালে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের টাকার গাড়িটি মালবাজার শাখা থেকে জলপাইগুড়ি প্রধান শাখাতে ফিরে যাচ্ছিল। মালবাজার-জলপাইগুড়ির পথেই ৬ কিলোমিটারের গভীর গরুমারার জঙ্গল পেরতে হয়।

এ ভাবে জঙ্গলে দাঁতালকে স্যালুট করার ঘটনা এই প্রথম।ছবি: ভিডিও থেকে নেওয়া

এ ভাবে জঙ্গলে দাঁতালকে স্যালুট করার ঘটনা এই প্রথম।ছবি: ভিডিও থেকে নেওয়া

নিজস্ব সংবাদদাতা
মালবাজার শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ২০:৩৯
Share: Save:

কাঁধে বন্দুক নিয়ে সামরিক কায়দায় বুনো দাঁতালকে স্যালুট করতে গিয়ে প্রাণ হারাতে হল বেসরকারি নিরাপত্তা সংস্থার এক কর্মীকে। হাতিটি তাঁকে পিষে মারে। বৃহস্পতিবার বিকালে লাটাগুড়ি লাগোয়া গরুমারা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সিদ্দিক রহমান (৩৫)। তাঁর বাড়ি রাজগঞ্জ থানার কুকুরজান এলাকায়। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের নগদ লেনদেনের টাকা পরিবহণের ছোটগাড়ির নিরাপত্তাকর্মী হিসাবে কর্মরত ছিলেন তিনি। তবে সিদ্দিক সরাসরি ব্যাঙ্কের কর্মী ছিলেন না, একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী হিসাবে ব্যাঙ্কের সঙ্গে নিযুক্ত ছিলেন।

এ দিন বিকালে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের টাকার গাড়িটি মালবাজার শাখা থেকে জলপাইগুড়ি প্রধান শাখাতে ফিরে যাচ্ছিল। মালবাজার-জলপাইগুড়ির পথেই ৬ কিলোমিটারের গভীর গরুমারার জঙ্গল পেরতে হয়। জঙ্গলের মহাকালধাম এলাকাতে একটি দাঁতাল হাতি বিকাল ৩টে থেকেই জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখে। সামনে হাতি দেখে সার দিয়ে জাতীয় সড়কের দুই প্রান্তেই গাড়ি-বাইক দাঁড়িয়ে যায়। অনেকেই বিরক্তি প্রকাশ করে তীব্র হর্ন বাজাতেও শুরু করেন। ক্যামেরার ফ্লাশ, হর্ন, চিৎকার— কোনও কিছুতেই রাস্তা থেকে টলানো যাচ্ছিল না দাঁতালটিকে।

আরও পড়ুন: বিশ্ব বাংলার লোগো, মমতার ছবিতে কালি: গ্রেফতার বিজেপির ৯

সামনে হাতি রয়েছে শুনতে পেয়েই গাড়ি থেকে নেমে যেন সিদ্দিক। গাড়ির চালক, কর্মী সকলে বারণ করলেও তা শোনেননি তিনি। গাড়ির লাইন পেরিয়ে একেবারে দাঁতালের সামনে পৌঁছে যান। দূরে দাঁড়িয়ে থাকা অনেকেই চিৎকার করে তাঁকে সরতে বলেন। সিদ্দিক সে সব শোনেননি। এর পর সামরিক কায়দাতেই হাতির দিকে তাকিয়ে স্যালুট দেন সিদ্দিক। অন্য দিকে ঘুরে দাঁড়িয়ে থাকা হাতিটি সিদ্দিকের স্যালুটের ঘোষণার আওয়াজে ঘুরে দাঁড়ায়। ধীরে ধীরে হাতিটি এগিয়ে যায় সিদ্দিকের দিকে। শুঁড় দিয়ে হাতিটি এর পর সিদ্দিককে পেঁচিয়ে ধরতে উদ্যত হলেও সিদ্দিক পালানোর চেষ্টাটুকুও করেননি বলেই প্রত্যক্ষদর্শীদের দাবি। কয়েক সেকেন্ডেই সিদ্দিককে রাস্তায় ফেলে পিষে দেয় দাঁতাল। এর পর শুঁড় দিয়ে মৃতদেহটি রাস্তার মাঝে এনে ফেলে দেয় সে। ঘটনার পর সকলের চিৎকারে দাঁতালটি জঙ্গলে ঢুকলেও ঘটনাস্থলেই সিদ্দিক রহমানের মৃত্যু হয়।

চিড়িয়াখানাতে বাঘের গলায় মালা পরাতে গিয়ে মৃত্যুর নজির আছে এ রাজ্যে। কিন্তু, এ ভাবে জঙ্গলে দাঁতালকে স্যালুট করার ঘটনা এই প্রথম। কেন সিদ্দিক এমন কাজ করলেন, তা নিয়েও ধন্দ ছড়িয়েছে! সিদ্দিক নেশাগ্রস্ত ছিলেন বলেও একাংশের দাবি। তবে ময়নাতদন্তের পরেই পুরো বিষয়টি জানা যেতে পারে বলে জানান মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। এই ঘটনার ভিডিও অনেকেই মোবাইল ফোনে তোলেন। ইতিমধ্যেই তা এখন ভাইরাল হয়ে গিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাতির পক্ষে এটাই স্বাভাবিক। কিন্তু, সিদ্দিক কেন ও ভাবে দাঁড়িয়ে থাকলেন, সরার চেষ্টাও করলেন না, তা নিয়েই প্রশ্ন তুলছেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE