Advertisement
০১ অক্টোবর ২০২৪

নির্বাচন বুঝতে প্রশিক্ষণ পুলিশের 

লোকসভা ভোটের প্রস্তুতি পর্বে পুলিশ কর্তাদেরও প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০৩:৪৮
Share: Save:

লোকসভা ভোটের প্রস্তুতি পর্বে পুলিশ কর্তাদেরও প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। আগামী বুধবার এ রাজ্যের পুলিশ কর্তাদের প্রশিক্ষণ দেওয়ার কথা রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) দফতরের কর্তাদের। সম্প্রতি কোনও নির্বাচনে পুলিশ কর্তাদের এ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কি না, তা মনে করতে পারছেন না অনেকেই। প্রশাসনের এক কর্তার মতে, ‘‘২০১৪ বা ২০১৬ সালে লোকসভা বা বিধানসভা নির্বাচনে পুলিশের এই ধরনের প্রশিক্ষণ হয়নি বলেই জানি।’’

দিল্লিতে রাজ্যের রিটার্নিং অফিসারদের যে প্রশিক্ষণ হওয়ার কথা ছিল, তা বাতিল হয়েছে। আগামী মঙ্গলবার এবং বুধবার কলকাতায় বেঙ্গল চেম্বার অব কর্মাসের প্যাভিলিয়নে ওই প্রশিক্ষণ হবে। রাজ্যে ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য ৪২ জন রিটার্নিং অফিসার আছেন। কালিম্পংয়ে কোনও লোকসভা কেন্দ্র না-থাকলেও সেখানকার জেলাশাসকেরও প্রশিক্ষণে হাজির থাকার কথা। বুধবার প্রশিক্ষণ নেবেন পুলিশ কর্তারাও। বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনার এবং পুলিশ সুপাররা প্রশিক্ষণে থাকবেন। ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখানো হবে বলেই কমিশন সূত্রের খবর।

পাশাপাশি, অতীতে কোনও ভোটের সময় বেনিয়মের অভিযোগে শাস্তিপ্রাপ্ত কোনও পুলিশ আধিকারিককে ভোট প্রক্রিয়ায় যুক্ত করা যাবে না বলে ফের জানিয়ে দিয়েছে কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police election commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE