Advertisement
০৫ নভেম্বর ২০২৪

নিরুপম স্মরণে কি আসবেন, বুদ্ধের জন্য চেষ্টায় দল

বাড়ির বাইরে ইদানীং তাঁকে দেখা যায় না। সাংস্কৃতিক জগতে এক কালের সুহৃদ বা ঘনিষ্ঠ সহকর্মীর মৃত্যুতে যন্ত্রণা পেলেও বাইরে বেরোননি। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকেই এ বার ব্রিগে়ড সমাবেশের আগে এক বার অন্তত প্রকাশ্যে আনতে চাইছে তাঁর দল। উপলক্ষ, প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের স্মরণসভা।

দলের এক সমাবেশে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে নিরুপম সেন। ফাইল চিত্র

দলের এক সমাবেশে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে নিরুপম সেন। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০২:৫৯
Share: Save:

বাড়ির বাইরে ইদানীং তাঁকে দেখা যায় না। সাংস্কৃতিক জগতে এক কালের সুহৃদ বা ঘনিষ্ঠ সহকর্মীর মৃত্যুতে যন্ত্রণা পেলেও বাইরে বেরোননি। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকেই এ বার ব্রিগে়ড সমাবেশের আগে এক বার অন্তত প্রকাশ্যে আনতে চাইছে তাঁর দল। উপলক্ষ, প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের স্মরণসভা।

প্রমোদ দাশগুপ্ত ভবনে আগামী ১৩ জানুয়ারি নিরুপমবাবুর স্মরণসভা করবে রাজ্য সিপিএম। প্রাক্তন পলিটব্যুরো সদস্যের স্মৃতিচারণের অনুষ্ঠানে হাজির থাকার কথা দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের। বৃন্দা কারাট, নীলোৎপল বসুদের মতো পলিটব্যুরো সদস্যদেরও উপস্থিত থাকার কথা। ওই আসরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে আলিমুদ্দিন। বাড়িতেও এখন প্রায় কারও সঙ্গেই দেখা করেন না বুদ্ধবাবু। তবু নিরুপমবাবুর স্মরণসভা বলেই বুদ্ধবাবুকে আমন্ত্রণ জানাতে তাঁর বাড়ি যাবেন রাজ্য সিপিএমের শীর্ষ নেতৃত্ব।

নিরুপমবাবুর মৃত্যুসংবাদ পেয়ে বুদ্ধবাবু বলেছিলেন, ‘‘পার্টিতে ও সরকারে দীর্ঘ দিন একসঙ্গে কাজ করেছি। ওঁর দক্ষতা ও সততা আমার চিরকাল স্মরণে থাকবে।’’ বামফ্রন্ট জমানার শেষ দিকে রাজ্যে শিল্পায়নের চেষ্টায় এগিয়েছিলেন বুদ্ধ-নিরুপম জুটি। শিল্পের জন্য জমি অধিগ্রহণ বিতর্কের জেরে বামেরা রাজনৈতিক জমি হারাতে শুরু করায় দলের মধ্যেও কাঠগড়ায় উঠতে হয়েছিল তাঁদের। সেই নিরুপমবাবুর স্মরণসভায় এসে বুদ্ধবাবু সামান্য কিছু বললেও লোকসভা ভোটের আগের মরসুমে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে সুবিধা হবে বলে মনে করছেন সিপিএম নেতৃত্ব। সেই সঙ্গেই বুদ্ধবাবু যদি ফেব্রুয়ারির ব্রিগে়ড সমাবেশকে মাথায় রেখে কোনও আহ্বান জানান, তা হলে লোক জড়ো করতে তা কাজে লাগবে বলে তাঁদের মত।

দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘বাড়ি থেকে আলিমুদ্দিনে দলের দফতরে আসতেও উনি (বুদ্ধবাবু) আজকাল ভরসা পান না। শীতকালে এমনিতেই সিওপিডি রোগীদের সমস্যা বাড়ে। তবে এই স্মরণসভা যে হেতু বাইরে খোলা জায়গায় নয়, তাই সামান্য সময়ের জন্যও উনি এলে খুবই ভাল হবে।’’ একেবারে ঘরবন্দি হওয়ার আগে কিছু দিন অক্সিজেনের নল নিয়েই আলিমুদ্দিনে বসতেন বুদ্ধবাবু। তবে ওই সিলিন্ডার নিয়ে বাইরে বেরোতে প্রবল অস্বস্তি আছে বলেই তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য।

অন্য বিষয়গুলি:

Nirupam Sen Buddhadev Bhattacharjee CPIM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE