Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
DYFI

সংঘাতের আবহেই বাম সমাবেশ আজ

ধর্মতলা চত্বরে সভা করার প্রশাসনিক অনুমতি মেলেনি। ফলে, পুলিশের সঙ্গে সিপিএমের ছাত্র ও যুবদের সংঘাতের আশঙ্কা থাকছে।

‘ইনসাফ’ সমাবেশ।

‘ইনসাফ’ সমাবেশ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫১
Share: Save:

আগাম মঞ্চ বাঁধা না গেলেও ধর্মতলায় আজ, মঙ্গলবার ছাত্র ও যুবদের ‘ইনসাফ’ সমাবেশ হবেই বলে ফের জানিয়ে দিল ডিওয়াইএফআই। সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যা, আনিস খানদের মৃত্যুর ‘ইনসাফ’ চেয়ে এবং দুর্নীতির প্রতিবাদে ও স্বচ্ছ নিয়োগের দাবিতে ওই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কিন্তু ধর্মতলা চত্বরে সভা করার প্রশাসনিক অনুমতি মেলেনি। ফলে, পুলিশের সঙ্গে সিপিএমের ছাত্র ও যুবদের সংঘাতের আশঙ্কা থাকছে। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সোমবার বলেন, ‘‘আমরা বিচার চাইতে, প্রতিবাদ করতে যাচ্ছি। যুক্তি দিয়ে দেখলে প্রতিবাদের আনুষ্ঠানিক অনুমতি পুলিশ-প্রশাসনের দেওয়ার কথা নয়। কিন্তু তাদের সহযোগিতা আশা করি। বাধা দিলে মানু. দেখবেন, কারা কী চায়!’’ এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান হুঁশিয়ারি দিয়েছেন, সমাবেশে বিপুল সংখ্যায় ছাত্র-যুবরা আসবেন। রাস্তায় প্রশাসন বাধা দিলে যার যেমন ‘দম’ সে ভাবেই তারা পরিস্থিতি বুঝে নেবে। তাঁর কথায়, ‘‘পুলিশের দম থাকলে তারা আটকাবে! আমাদের দম থাকলে আমরাও সভা করব!’’ আনিস-কাণ্ডের অনুষঙ্গ টেনে ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের তরফে এ দিনই ডিজ়িটাল পোস্টার দিয়ে আবেদন করা হয়েছে, ‘তুইও আসিস, বন্ধুকেও সঙ্গে আনিস’।

অন্য বিষয়গুলি:

DYFI Rally Anis Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy