Advertisement
০১ নভেম্বর ২০২৪
Bagdogra Airport

রবীন্দ্রনাথ না তেনজিং? বাগডোগরার নাম-প্রস্তাব

রবীন্দ্রনাথের সঙ্গে অবিভক্ত দার্জিলিং জেলার সম্পর্ক রয়েছে। মংপুর রবীন্দ্রভবন তাঁর স্মৃতি বিজড়িত। সে বাড়িতে কবি দু’দফায় থেকেছেন। পর্বতারোহী তেনজিং নোরগের সঙ্গেও দার্জিলিং শব্দটা আষ্টেষ্পৃষ্ঠে জড়িয়ে।

Representative Image

বাগডোগরা বিমানবন্দর। —প্রতিনিধিত্বমূলক ছবি।

কৌশিক চৌধুরী
শিলিগুড়ি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ০৮:৪২
Share: Save:

রবীন্দ্রনাথ ঠাকুর, না তেনজিং নোরগে?

উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ এবং আধুনিকীকরণের কাজ শুরু হতেই বিমানবন্দরের ‘নতুন নাম’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগে বিভিন্ন সময়ে এই বিমানবন্দরের নামকরণ নিয়ে কথাবার্তা হলেও তা বেশি দূর এগোয়নি। তবে এ বার কেন্দ্রীয় বরাদ্দে প্রায় ১,৫৫০ কোটি টাকায় নতুন ভাবে বিমানবন্দরের কাজ শুরু হতে নামকরণ নিয়ে নানা প্রস্তাব দিচ্ছে বণিকসভা থেকে পর্যটন সংগঠন। সেখানেই এসেছে রবীন্দ্রনাথ এবং তেনজিংয়ের নামে নামকরণের প্রস্তাব।

রবীন্দ্রনাথের সঙ্গে অবিভক্ত দার্জিলিং জেলার সম্পর্ক রয়েছে। মংপুর রবীন্দ্রভবন তাঁর স্মৃতি বিজড়িত। সে বাড়িতে কবি দু’দফায় থেকেছেন। পর্বতারোহী তেনজিং নোরগের সঙ্গেও দার্জিলিং শব্দটা আষ্টেষ্পৃষ্ঠে জড়িয়ে। নেপালে জন্মালেও, তেনজিং মারা গিয়েছেন দার্জিলিঙে। তাঁর ছেলে জামলিং এখন যুক্ত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা এইচএমআইয়ের সঙ্গে।

বণিকসভা সিআইআই-এর উত্তরবঙ্গের প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল বলেন, ‘‘আমরা বাগডোগরা বিমানবন্দরের নতুন নামকরণ চাইছি। বহু বছর আগেও আমরা এক দফায় চেষ্টা করছিলাম। ফের তা করা হচ্ছে।’’ তিনি জানান, নভেম্বর মাসে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বণিকসভার তরফে চিঠি পাঠানো হবে। সেই সঙ্গে বিমানবন্দরের নামের সঙ্গে শিলিগুড়িকেও জোড়া যায় কি না, দেখতে বলা হবে।

বায়ুসেনার নিয়ন্ত্রণে থাকা বাগডোগরা বিমানবন্দর আগামী দু’বছরের মধ্যে নতুন চেহারায় সামনে আসবে। সেই সময় বিমানবন্দরের যাতে নিজস্ব নাম হয়, চাইছে পর্যটন সংগঠনগুলিও। পর্যটন সংগঠন ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজ়ম ডেভলপমেন্ট নেটওয়ার্ক’-এর সাধারণ সম্পাদক তথা বাগডোগরা বিমানবন্দর পরামর্শদাতা কমিটির সদস্য সম্রাট সান্যাল বলেন, ‘‘কবিগুরু বা তেনজিং নোরগের নামে বিমানবন্দরের নামকরণ করার দাবি আমাদের রয়েছে। আমরা কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্যকে বিষয়টি জানাব।’’

কেন্দ্রে ইউপিএ সরকারের আমলেই গুরুত্বপূর্ণ ‘চিকেন’স নেক’-এর অংশ শিলিগুড়ি শহর এবং লাগোয়া এলাকার পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া শুরু হয়। তখনই বিমানবন্দর এবং রেল স্টেশনের উন্নয়নে প্রকল্প তৈরি হয়। এ বার বাগডোগরা বিমানবন্দর, এনজেপি স্টেশনের উন্নয়নে নজর দিয়েছে এনডিএ সরকারও। বাগডোগরা বিমানবন্দরকে ঘিরে কাজ শুরু হয়েছে।

বিমানবন্দর সূত্রের খবর, রাজ্য বা কেন্দ্র থেকে প্রস্তাবিত নাম বিমান মন্ত্রকে আলোচনার পরে চূড়ান্ত করা হয়। সেখানে ‘এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র পরামর্শ নেওয়া হয়। বাগডোগরার নামকরণও আগামীতে দিল্লি থেকেই চূড়ান্ত হবে বলে খবর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE