Advertisement
০৪ অক্টোবর ২০২৪

রাহুল-বিরোধীদের দিয়ে দল সাজাচ্ছেন দিলীপ

দিলীপ ঘোষ বিজেপি-র রাজ্য সভাপতি হয়েই তাঁর পূর্বসূরি রাহুল সিংহের আমলের অধিকাংশ জেলা সভাপতিকে সরিয়েছেন। সেই দায়িত্ব দিয়েছেন আরএসএস-ঘনিষ্ঠদের। রাহুলবাবুর আমলে যাঁরা বিজেপি ছেড়ে গিয়েছিলেন, তাঁদের ফেরানোর পালাও শুরু হল এ বার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০৪:৫৩
Share: Save:

দিলীপ ঘোষ বিজেপি-র রাজ্য সভাপতি হয়েই তাঁর পূর্বসূরি রাহুল সিংহের আমলের অধিকাংশ জেলা সভাপতিকে সরিয়েছেন। সেই দায়িত্ব দিয়েছেন আরএসএস-ঘনিষ্ঠদের। রাহুলবাবুর আমলে যাঁরা বিজেপি ছেড়ে গিয়েছিলেন, তাঁদের ফেরানোর পালাও শুরু হল এ বার। মঙ্গলবারই এমন দু’জনকে দলে ফেরানো হয়েছে। বিজেপি-র একাংশের মতে, রাহুল-বিরোধীদের নিয়েই সংগঠন সাজাতে চাইছেন দিলীপবাবুরা। যা আদতে কট্টরপন্থাকে নিয়ে আসার উদ্যোগ। দিলীপবাবুর অবশ্য দাবি, মতান্তর বা শৃঙ্খলাভঙ্গের কারণে যাঁরা বিজেপি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন বা নিষ্ক্রিয় ছিলেন, তাঁদের ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। সংগঠনকে মজবুত করে দল যাতে ঐক্যবদ্ধ ভাবে এগোতে পারে, তার জন্যই এই পদক্ষেপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE