দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের গাড়ি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। দুর্ঘটনার জেরে তাঁর গাড়িটির সামনের অংশ অবশ্য দুমড়েমুচড়ে গিয়েছে।
সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন। তালতলার কাছে এসএন ব্যানার্জি রোডে একটি সরকারি বাস তাঁর গাড়ির বাঁ দিকে ধাক্কা মারে। সেই সময় গাড়িতেই ছিলেন অতীন।
তবে সুস্থ এবং নিরাপদেই রয়েছেন অতীন। পরে তিনি পুরসভার বাজেট অধিবেশনেও যোগ দেন। দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও ঈশ্বরের কৃপায় আমি ঠিক আছি।”
আরও পড়ুন:
সোমবার সকালেই জোড়া দুর্ঘটনা ঘটে কলকাতায়। ওয়েলিংটন মোড় এবং রবীন্দ্রসদনের এক্সাইড মোড়ে দুই পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয় দুই মহিলার। ওয়েলিংটন মোড়ে এক বয়স্ক মহিলাকে একটি স্কুলবাস ধাক্কা দেয়। দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে, সকাল ৯টা নাগাদ রবীন্দ্রসদনের কাছে বছর পঞ্চাশের এক মহিলা রাস্তা পেরোনোর সময় তাঁকে ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বাস। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকেও এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই দুই দুর্ঘটনার পর শহরে দুর্ঘটনার কবলে পড়ল ডেপুটি মেয়রের গাড়িও।