Advertisement
০৫ ডিসেম্বর ২০২৪
Save Water

গ্রামীণ এলাকায় পানীয় জলের অপচয় রুখতে পদক্ষেপ,হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল রাজ্য

গত কয়েক মাস ধরে ধারাবাহিক অভিযোগ আসার পর, কড়া পদক্ষেপ করতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর । অভিযোগ জানাতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু হয়েছে। সেগুলি হল ৮৯০২০২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬।

Department of PHE has launched a pair of WhatsApp numbers to prevent misuse of drinking water in rural areas

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬
Share: Save:

পানীয় জলের অপচয় বন্ধে পদক্ষেপ করল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের উত্তরে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় বিধানসভায় জানান যে, অনেকেই পানীয় জলের অপব্যবহার করে ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন। কেউ কেউ পানীয় জলে গোয়ালের গরুকে স্নান করাচ্ছেন, কেউ আবার নিজের হ্যাচারিতে পানীয় জল দিয়ে ব্যবসায়িক কাজকর্ম করছেন। গত কয়েক মাস ধরে এই ধরনের ধারাবাহিক অভিযোগ আসার পর, বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর । এই সমস্যার সমাধানে সরকার অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। এই নম্বরগুলি হলো ৮৯০২০২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬।

মন্ত্রী জানিয়েছেন,পানীয় জলের অপচয় বন্ধ করতে রাজ্য সরকার সচেষ্ট, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়টি তদারকি করছেন। সোমবার বিধানসভায় নিজের ঘরে পানীয় জল সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে জনগণকে সজাগ করতে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে ওই দফতর। অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করা হবে।

মন্ত্রী পুলক জানান, এখনও পর্যন্ত প্রায় ২০,০০০ অভিযোগ জমা পড়েছে। এফআইআর দায়ের হয়েছে ১৯,৯৬২টি। লোকেশনে তদন্তের পর ৪০৭টি এফআইআর দায়ের করা হয়েছে। জনসচেতনতা হিসাবে জল অপচয় রোধে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলিকে এই সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।

রাজ্য সরকার পরিকল্পনা করছে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার। যেমন, জলের অবৈধ সংযোগ বন্ধ করা। ব্যবসায়িক জায়গায় পানীয় জল ব্যবহারের উপর নজরদারি বৃদ্ধি করা। জরিমানার ব্যবস্থা প্রয়োগ করা। পানীয় জলের অপচয় একটি গুরুতর সমস্যা, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগের মাধ্যমে জনসাধারণকে জলের গুরুত্ব বোঝানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানীয় জলের সংস্থান নিশ্চিত করতে চাইছেন মন্ত্রী পুলক।

অন্য বিষয়গুলি:

Save Water PHE Drinking water Rural Areas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy