Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৪
Chhatra Parishad

প্রতিবাদের ডাক ছাত্র পরিষদের

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ০০:২৮
Share: Save:

ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে তাদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিষেধকের ব্যবস্থা করে অবিলম্বে স্কুলের উঁচু ক্লাস এবং কলেজ খোলার দাবি জানাল ছাত্র পরিষদ। তার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ফি-বৃদ্ধিরও তীব্র নিন্দা করেছেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ। অতিমারি পরিস্থিতিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যে ভাবে ২৬ গুণ ফি বৃদ্ধি হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে সৌরভের আরও দাবি, অনৈতিক ভাবে বহিষ্কার করা ঐ বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়াকে অবিলম্বে ক্যাম্পাসে ফেরত নিতে হবে৷ তাদের এই সমস্ত দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ছাত্র পরিষদের তরফে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একই সুরে কাঠগড়ায় তুলে সৌরভের অভিযোগ, এই দুই সরকার ‘কোভিড-জুজু’ দেখিয়ে সমস্ত নিয়োগ বন্ধ করে রেখেছে। ভুয়ো প্রতিষেধক-কাণ্ডে এ দিন পথেও নেমেছিল ছাত্র পরিষদের একাংশ। সংগঠনের অভিযোগ, রাজ্যের নেতা-মন্ত্রীরা যুক্ত না থাকলে কোনও ভাবেই এই ভুয়ো প্রতিষেধক-কাণ্ড ঘটত না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Examination Corona COVID-19 Chhatra Parishad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE