Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
BJP

Dilip Ghosh: রামকৃষ্ণও তো অশিক্ষিত, রবীন্দ্রনাথ বেশি দূর পড়েননি, মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ

দিলীপ মূলত তথাগতকে জবাব দিতে গিয়েই এই মন্তব্য করলেও তাঁকে নিশানা করেছে তৃণমূল। দিলীপকে অশিক্ষিত বলে নিন্দা করেছেন সৌগত রায়।

দিলীপের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে।

দিলীপের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ১৬:৪৬
Share: Save:

রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই খ্যাত। ফের তিনি বিতর্কে জড়ালেন। বিজেপি-র অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি এক প্রশ্নের উত্তরে বলেন, ‘‘রামকৃষ্ণদেব সব চেয়ে বড় অশিক্ষিত। অথচ তাঁর বাণী নিয়েই সমাজ এগিয়েছে।’’ পাশাপাশি রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরও তো বেশি দূর পড়াশোনা করেননি। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন।’’

সম্প্রতি, দিলীপের সঙ্গে রাজ্যে বিজেপি-র আর এক প্রাক্তন সভাপতি তথাগত রায়ের মন্তব্য পাল্টা-মন্তব্যের তরজা চলছে। একে অপরকে আক্রমণ করেছেন। তথাগত সম্প্রতি দিলীপকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করেন। তার পরিপ্রেক্ষিতেই রবিবার দিলীপ সংবাদমাধ্যমের সামনে জবাব দিতে গিয়ে রামকৃষ্ণ-রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করেন দিলীপ। তাঁর বক্তব্য, ‘‘কে ক’টা বই পড়েছেন, কার ক’টা ডিগ্রি আছে, আমাদের দেশে এটা কেউ ভাবেননি। সব চেয়ে বড় অশিক্ষিত তো রামকৃষ্ণ দেব ছিলেন। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে। তাঁর বাণী নিয়েই এগিয়েছে।’’ একই সঙ্গে দিলীপের সংযোজন, ‘‘রবীন্দ্রনাথও খুব বেশি দূর লেখাপড়া করেননি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র। এটা ভারতের সংস্কৃতি। যাঁরা দেশকে চিনতে পারেন না, সেটা তাঁদের দায়।’’ দিলীপ মূলত তথাগতকে জবাব দিতে গিয়েই এই মন্তব্য করলেও তাঁকে নিশানা করেছে তৃণমূল। দলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেন, ‘‘দিলীপ ঘোষ নিজেই অশিক্ষিত। তাই দলের রাজ্য সভাপতি পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।’’

প্রসঙ্গত, শনিবার তথাগতকে দল ছেড়ে দিন বলে তোপ দেগেছিলেন দিলীপ। বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি-র ভরাডুবির পরে দিলীপ ছাড়াও কয়েক জন কেন্দ্রীয় নেতার সমালোচনায় সরব হন তথাগত। তারই প্রেক্ষিতে দিলীপ রবিবার বলেন, ‘‘কত দিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, যাঁদের দল সব থেকে বেশি দিয়েছে, তাঁরাই সব থেকে বেশি দলের ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা।’’ এর পাল্টা তোপ দাগেন তথাগতও। একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জয় বন্দ্যোপাধ্যায়ও বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন। এই ক্রমাগত রক্তক্ষরণ বঙ্গ বিজেপি-র জন্য ঠিক নয়। দিলীপ ঘোষ আমাকে উপদেশ দিয়েছিলেন, দলত্যাগ করার জন্য যদি আমি দলকে নিয়ে লজ্জিত হই। আমি তাঁর কথায় গুরুত্ব দিই না। আমি এখন দলের এক জন সাধারণ সদস্য। আামি এই ভাবেই থাকব এবং দলকে সঠিক পথে রাখার চেষ্টা করব।’’ সংবাদমাধ্যমকে বলেন, “এর জবাবে আমি যা বলতে পারি, তা দিলীপ ঘোষের বোধগম্য হবে না। অশিক্ষিত হলে যা সমস্যা হয়। আমি কিছুই বলব না। কারণ সেটা পণ্ডশ্রম হবে। আমি দিলীপ ঘোষের বক্তব্যকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না।” তারই প্রেক্ষিতে রামকৃষ্ণ, রবীন্দ্রনাথের উদাহরণ টেনেছেন দিলীপ। এটা নিয়েও কটাক্ষ করে তথাগত টুইটারে লিখেছেন, ‘হা ঈশ্বর! বাঙালি হিন্দু পরিবারে জন্মে অবতারবরিষ্ঠ ঠাকুর রামকৃষ্ণ আর বিশ্বকবি রবীন্দ্রনাথের নামে এ-ও শুনতে হল?’

অন্য বিষয়গুলি:

BJP TMC Dilip Ghosh Tathagata Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy