Advertisement
২২ জানুয়ারি ২০২৫
DA Protest during IPL Match

ডিএ-র জন্য প্ল্যাকার্ড ইডেনে! আইপিএলের মঞ্চে ‘অধিকার বুঝে নেওয়ার’ দাবিতে সরব বিক্ষুব্ধরা

সোমবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ চলাকালীন হাতে প্ল্যাকার্ড নিয়ে ডিএ-র দাবি জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যেরা। তাঁদের কারও কারও পরনে ছিল কেকেআরের জার্সি।

photo of DA protest

ইডেনে আইপিএল ম্যাচ চলাকালীন ডিএ-র দাবি জানালেন সরকারি কর্মীদের একাংশ। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১০:১৭
Share: Save:

বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবি উঠল এ বার আইপিএল ম্যাচে। সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ চলাকালীন হাতে প্ল্যাকার্ড নিয়ে ডিএ-র দাবি জানালেন সরকারি কর্মীদের একাংশ। ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএ-বঞ্চনার প্রতিবাদের এ হেন ছবি এ বার প্রকাশ্যে এল।

সোমবার আইপিএলে ইডেন উদ্যানে ছিল কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের ম্যাচ। সেই ম্যাচেই ডিএ-র দাবি জানিয়ে সরব হতে দেখা গেল তাঁদের। ডিএ আন্দোলনকারীদের কারও কারও পরনে ছিল কেকেআরের জার্সি। গ্যালারিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ডিএ-র দাবি জানালেন তাঁরা।

ডিএ-র দাবিতে শহিদ মিনারের নীচে অবস্থান করছেন সরকারি কর্মীদের একাংশ। সেই আন্দোলনের ১০০তম দিনে গত শনিবার দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে মিছিল করেছিলেন তাঁরা। যে মিছিল গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে। এর পর এ বার ইডেনে আইপিএলের ম্যাচে ডিএ-র দাবিতে সরব হতে দেখা গেল আন্দোলনকারীদের। প্ল্যাকার্ড হাতে ডিএ-র দাবি জানানোর পাশাপাশি ম্যাচ চলাকালীন কেকেআরের সমর্থনে গলাও ফাটান তাঁরা।

তবে কী ভাবে প্ল্যাকার্ড নিয়ে ইডেনের মধ্যে ঢুকলেন আন্দোলনকারীরা, এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। খেলা চলাকালীন ইডেনে অনেক কিছু নিয়েই ঢোকা যায় না। সে ক্ষেত্রে ডিএ-র দাবি জানিয়ে প্ল্যাকার্ড নিয়ে কী ভাবে ঢুকলেন তাঁরা, তা নিয়ে ধন্দ থাকছে। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের দাবি, তাঁরা এমন কিছু জিনিস নিয়ে যাননি, যা নিষিদ্ধ ছিল। শান্তিপূর্ণ ভাবেই নিজেদের দাবি জানিয়েছেন তাঁরা।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমতুল্য ডিএ তাঁদের দেওয়া হোক, দীর্ঘ দিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। ডিএ-র দাবিতে অতীতে কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মীদের একাংশ। আবার ‘ডিজিটাল অসহযোহিতা’র পথেও হেঁটেছিলেন তাঁরা। এ বার আইপিএল ম্যাচেও এ নিয়ে সরব হলেন তাঁরা।

অন্য বিষয়গুলি:

DA DA Protest IPL KKR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy