Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
Calcutta University

ঠিকা শ্রমিকদের বকেয়া মেটানো শুরু

আদালতের নির্দেশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঠিকাদার সংস্থা ও ইউনিয়নের ত্রিপাক্ষিক বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন অবিলম্বে মেটানোর সিদ্ধান্ত হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৫
Share: Save:

শেষ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হস্টেলে কর্মরত ঠিকা শ্রমিকেরা লকডাউনের সময়ের বকেয়া বেতনের একাংশ হাতে পেলেন। তাঁদের ২১ মাসের বকেয়া বেতন নিয়ে দীর্ঘ দিন লড়াই চলছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সময়ের বেতন ঠিকদার সংস্থাকে বরাদ্দ করে দেওয়ার কথা জানালেও শ্রমিকেরা তাঁদের প্রাপ্য পাচ্ছিলেন না। কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন সিটু প্রভাবিত কলকাতা কনট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মজুমদার-সহ তিন জন শ্রমিক। আদালতের নির্দেশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঠিকাদার সংস্থা ও ইউনিয়নের ত্রিপাক্ষিক বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন অবিলম্বে মেটানোর সিদ্ধান্ত হয়। গত দু’দিনে ওই ঠিকাদার সংস্থার তরফে শ্রমিকদের বকেয়া বেতনের প্রথম কিস্তি মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি বকেয়া মেটানোর দাবিতে আদালতের পাশাপাশি রাস্তায় লড়াইয়ের তীব্রতা বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta University Contract Worker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE