Advertisement
০৪ ডিসেম্বর ২০২৪
Calcutta High Court

ধর্না-মিছিল করুন, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করলে আদালত কড়া পদক্ষেপ করবে: কলকাতা হাই কোর্ট

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কলকাতায় কর্মসূচি করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন। সেই মামলার শুনানিতেই ‘সতর্ক’ করে দিলেন বিচারপতি।

Court will take strict action in the future if government property is vandalized during any program, said Calcutta High Court

কোনও কর্মসূচি থেকে সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, পর্যবেক্ষণ হাই কোর্টের। — প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৮:২৪
Share: Save:

ধর্না, সভা কিংবা মিছিলে আপত্তি নেই। কিন্তু সেই সব কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া পদক্ষেপ করবে আদালত। শুধু তা-ই নয়, সরকারি কর্মীদের উপর হামলা হলে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কলকাতা হাই কোর্ট।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কলকাতায় কর্মসূচি করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন। তাদের আবেদন, আগামী ৫ ডিসেম্বর রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নায় বসতে চায় তারা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলকাতার রাস্তায় অবস্থানে বসতে চায় ওই সংগঠন। কিন্তু পুলিশ অনুমতি না-দেওয়ায় আদালতের দ্বারস্থ হয় তারা। মঙ্গলবার ওই সংগঠনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয়। সেখানে সব পক্ষের বক্তব্য শোনার পর ধর্না কর্মসূচির অনুমতি দেন বিচারপতি। কিন্তু একই সঙ্গে মামলাকারীকে সতর্ক করে দেন তিনি। তাঁর মন্তব্য, ‘‘আপনারা কর্মসূচি করুন। কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করা হলে আদালত পদক্ষেপ করবে।’’ সরকারি কর্মীদের উপর হামলা হলেও একই রকম ভাবে আদালত ব্যবস্থা নেবে বলেও জানান বিচারপতি।

অতীতে, অনেক রাজনৈতিক দলের কর্মসূচি থেকে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। কখনও পুলিশের গাড়িতে ভাঙচুর বা আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে। কখনও আবার সরকারি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। পুলিশকর্মীদের মারধরের ঘটনাও ঘটেছে। ওই সব ঘটনার প্রেক্ষিতে এ বার কড়া মন্তব্য করলেন বিচারপতি ঘোষ।

অন্য বিষয়গুলি:

Calcutta High Court Rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy