মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
রাজ্যের যে সব এলাকায় করোনা সংক্রমণের হার বেশি, সেগুলিকে ‘স্পর্শকাতর’ হিসাবে দেখে ‘মাইক্রোপ্ল্যানিং’ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই এলাকাগুলিই ‘হটস্পট’ বলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁর কথায়, ‘‘কোনও হটস্পট নয়, কিছু এলাকা আমরা বেছে নিয়েছি। লেন, বাই-লেন, ছোট রাস্তা, ছোট এলাকা সব স্যানিটাইজ় করে দেওয়া হবে। মানুষ যাতে ভিড় না করে, তা-ও দেখে নেবে প্রশাসন। তবে মুদির দোকান, ওষুধের দোকান খোলা থাকবে। সব কিছু বন্ধ হয়ে যাবে এমন নয়।’’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘ওই সব স্পর্শকাতর এলাকা কোথায়, তা নিয়ে সকলের না-ভাবলেও চলবে। এটা প্রশাসনের কাজ। কোথাও একটি করোনা পজ়িটিভ কেস হলেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাগড়ি মার্কেটে একটি পজ়িটিভ হয়েছে মানে পুরো বাজার বন্ধ করা যায় না।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy