রবিবার ধরে টানা পাঁচ দিন রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছ’শোর ঘরেই রয়েছে। শনিবারের তুলনায় কলকাতায় নতুন সংক্রমিতের সংখ্যা কমলেও উত্তর ২৪ পরগনায় তা বেড়ে আবার ১০০ ছাড়াল। তবে দৈনিক সংক্রমণের হার একই রইল। কমল মৃত্যুও।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬২০ জন। কলকাতায় দৈনিক আক্রান্ত সামান্য কমে হল ১৭৭। বহু দিন পর শনিবার উত্তর ২৪ পরগনায় নতুন সংক্রমিতের সংখ্যা ১০০-র নীচে নেমেছিল। রবিবার তা আবার বেড়ে হল ১০৭। কিছুটা বাড়ল নদিয়ায়। তবে কমল কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। ওই তিন জেলায় নতুন আক্রান্ত যথাক্রমে ২৯, ৪৮ এবং ৪৭। উত্তরবঙ্গের দার্জিলিঙেও দৈনিক সংক্রমণ অনেকটাই কমে হল ১৯।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১০। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় চার জন, হুগলিতে তিন জন, দক্ষিণ ২৪ পরগনায় দু’জন এবং কলকাতায় এক জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৫৪৪ জন।
রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার হল ১.৫৪ শতাংশ। কোভিড পরীক্ষায় হয়েছে ৪০ হাজার ২৩১ জনের। এ দিন সংক্রমণমুক্ত হয়েছেন ৬২৭ জন। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল সাত হাজার ৬৩৯।
আরও পড়ুন:
রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন তিন লক্ষ ৬১ হাজার ৮১২ জন। এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তি ন’কোটি ৪৫ লক্ষ ৪২ হাজার ১০৮।