Advertisement
২৮ নভেম্বর ২০২৪
Coronavirus

রেড জোনকে তিন ভাগে ভেঙে লকডাউনের আলাদা পরিকল্পনা, বললেন মমতা

তিনি আরও বলেন, ‘‘দু’মাস ধরে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ। জেলাশাসকদের বলা হচ্ছে, ১০০ দিনের কাজে জোর দিতে।’’

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২০ ১৭:০৩
Share: Save:

লকডাউন কোথায় কতটা থাকবে, সেই সিদ্ধান্ত রাজ্যের উপর ছাড়ার কথা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার কার্যত সেই পথেই হাঁটছে রাজ্য। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তেমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। গ্রিন জোনে বাস-ট্যাক্সি চালুর কথা আগেই জানিয়েছিল নবান্ন। তার পাশাপাশি এ বার অরেঞ্জ এবং রেড জোনেও বেশ কিছু কর্মকাণ্ড শুরু করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, রেড জোনকে তিন ভাগে ভাগ করে আলাদা পরিকল্পনা করা হয়েছে। এই তিন ভাগ হল এ, বি এবং সি। ‘এ’ চিহ্নিত এলাকায় কোনও ছাড় দেওয়া হবে না। ‘বি’ পর্যায়ের জায়গাগুলিতে সামাজিক দূরত্বের বিধি মেনে ছাড় দেওয়া হবে। তবে ‘সি’ নির্ধারিত এলাকায় প্রায় সব কিছুতেই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

লকডাউনের জেরে কার্যত অর্থনীতি ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই গ্রামীণ অর্থনীতি চালু করার উপর জোর দিয়ে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘দু’মাস ধরে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ। জেলাশাসকদের বলা হচ্ছে, ১০০ দিনের কাজে জোর দিতে। আরও বেশি লোককে কাজে নিয়োগ করতে। এ ছাড়া ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদেরও কাজ দেওয়ার জন্য জেলাশাসকদের বলা হয়েছে।’’

আরও পডু়ন: রেড জোনকে তিন ভাগে ভেঙে লকডাউনের আলাদা পরিকল্পনা, বললেন মমতা

আরও পড়ুন: সাত সপ্তাহ পর ফের সচল হাওড়া স্টেশন

করোনাভাইরাস নিয়ে স্বরাষ্ট্রসচিব:

• আজ রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের

• কোয়রান্টিন থেকে ছাড়া হয়েছে ২১০২২ জনকে

• কোয়রান্টিন সেন্টারে আছেন ৬৯৭৮ জন

• ৬৮ হাজারেরও বেশি মানুষকে হোম কোয়রান্টিন থেকে ছাড়া হয়েছে

• রাজ্যে হোম কোয়রান্টিনে আছেন ২৪২৯৬

• রাজ্যে মোট টেস্ট হয়েছে ৫২ হাজার ৬২২

• গতকাল টেস্ট হয়েছে ৫০০০ এরও বেশি

• হাসপাতালে ভর্তি হওয়ার মধ্যে ২৮ শতাংশ ছাড়া পেয়েছেন

• রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৩৬৩

যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়:

• শুধু বাংলায় নয়, সব রাজ্যের মানুষই অন্য রাজ্যে থাকে

• পরিকল্পনা না করে সিদ্ধান্ত নেওয়ার জন্য়ই এই সমস্যা

• অন্য় রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অনেক সমস্যা হচ্ছে, শ্রমিকরা দুর্ভোগের শিকার হচ্ছেন

• তাঁদের বিরুদ্ধে মহামারি আইন প্রয়োগ হবে

• লকডাউন ভেঙে যাঁরা দাঙ্গা করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছি

• এত বড় দুর্যোগেও দাঙ্গা করছেন, লজ্জা করে না আপনাদের

• নার্স বা চিকিৎসকের পাশে গিয়ে এক বার দাঁড়ান, যে সব গরিব মানুষ কাজ করছেন তাঁদের পাশে দাঁড়ান

• আজ যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের বলব, রাস্তায় নেমে সাফাই কর্মীদের সঙ্গে একবার ঝাড়ু দিন না

• বাবরি মসজিদের সময় দাঙ্গা হয়েছিল, আমি রাস্তায় নেমেছিলাম

• ডেঙ্গু-ম্যালেরিয়া হয়েছে, আমরাও বিরোধী আসনে ছিলাম, আমরা ক্যাম্প করে মানুষের সাহায্য করতাম

• আমার প্রধান কাজ হচ্ছে এই সব লোকদের কাজ দেওয়া, তাঁদের কিছু খাদ্যের ব্যবস্থা করা

• আমার কাছে প্রাধান্য হচ্ছে, বাইরে আটকে পড়াদের রাজ্যে ফেরানো

• এইটুকু বুদ্ধি নেই, তাঁরা এই রাজ্যে নির্বাচনের দিকে তাকিয়ে দেখছে

• আমার রাজ্যের ভাল-মন্দ আমি বুঝে নেব

• যার যার ধর্ম সে পালন করে, সবার ধর্মকে সম্মান করাই বাংলার ঐতিহ্য

• এই সময় হিন্দু-মুসলমান করছেন? করোনায় কি হিন্দু-মুসলমান আছে? হার্ট অ্যাটাকে হিন্দু-মুসলিম আছে

• মানুষকে বাজারের পণ্য হিসেবে দেখবেন না

• রোগটা এসেছে বাইরে থেকে, সবাই মিলে এর প্রতিকার করতে হবে

• আমি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বলেছি, অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের জিজ্ঞেস করুন, তাঁরাও বলবে

• দুঃসময়ে যাঁরা রাজনীতি করে, তাঁদের কি মানুষ ক্ষমা করে?

• এত তাড়াতাড়ি কুৎসা ছড়াতে হবে?

• এত তাড়াতাড়ি কোভিড আক্রান্তের সংখ্যা বাড়াতে হবে?

• আমার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্রে লেগেছে, নির্বাচনের এখনও অনেক দেরি আছে

• ইতিমধ্যেই বিমার টাকা পেয়েছেন ৫৩ জন

• ১০ লক্ষ টাকা করে বিমা করা হয়েছে

• নতুন স্বাস্থ্যসচিব হয়েছেন নারায়ণ স্বরূপ নিগম। তাঁকে বলব আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে কাজ করতে

• কোভিড নিয়ে ব্যস্ত চিকিৎসকরা, তাই অন্য রোগের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না

• কোভিডের জন্য অন্য চিকিৎসা মার খাচ্ছে

• চিকিৎসকদের বলব, কেউ এলে আগে তাঁর চিকিৎসা করুন, তার পর টেস্টের কথা ভাববেন

• যাঁদের ক্রনিক ডিজিজ আছে, তাঁরা শেষ মুহূর্তে এলে আমাদের কিছু করার থাকে না

• তাঁদের বাধা দিলে মহামারি আইন আপনার উপর প্রয়োগ করা হবে

• কারও করোনা আক্রান্তের সম্ভাবনা থাকলে সেখানে স্বাস্থ্যকর্মীরা গেলে তাঁদের বাধা দেবেন না

• যাঁরা বাইরে থেকে ফিরে এসেছেন, তাঁরা কাজ করতে চাইলে তাঁদেরও কাজ দেওয়া হোক

• দু’মাস ধরে সব কাজ বন্ধ থাকায় গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে। জেলাশাসকদের বলা হয়েছে, গুরুত্ব দিয়ে ১০০ দিনের কাজে জোর দিতে হবে

• ১০০ দিনের কাজের উপর বরাবর গুরুত্ব দিয়েছি, ১০০ দিনের কাজে বরাবর বাংলা এগিয়ে

• রফতানি ও আমদানি চালু করা হচ্ছে

• ১৭ মার্চ রাজ্যে প্রথম করোনা বাইরে থেকে আসে

• ২ মাস ধরে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ

• কেন্দ্রের কাছে খালি থালা নিয়ে ঘুরতে হচ্ছে

• এখনও ৫২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে

• এই পরিস্থিতিতেও দেনা শোধ করতে হচ্ছে

• রেশন খাতে বিপুল খরচ করতে হচ্ছে

• কেন্দ্র বলেছে করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে

• করোনা এখনই যাবে বলে মনে হয় না

• রাজ্যে এখন প্রায় ১ লক্ষের বেশি লোক এখন ঢুকেছে

• একসঙ্গে এখন এত লোক ঢোকাতে পারব না

• কারণ স্ক্রিনিং করতে হবে

• আরও ১০০টি ট্রেনের জন্য ছাড় দেওয়া হবে

• বাসেই প্রায় ৯০ হাজারের মতো মানুষ রাজ্যে ঢুকেছেন

• এ ছাড়াও বেসরকারি গাড়িতে করে রাজ্যে এসেছেন অনেকে

• বাসে বা গাড়িতে রাজ্যে ঢুকতে চাইলে আগে থেকে জানাবেন

• বাইরে থেকে এলে ডিএম, এসপি-কে জানান

• ৩ মাসের জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনা করতে হবে

• পরিকল্পনা ছা়ডা লকডাউন করাতেই যাবতীয় সমস্য

• রেড জোনকে তিন ভাবে ভাগ করা হচ্ছে

• রেড জোন এ-তে কিছুই হবে না

• রেড জোন বি-তে সামাজিক দূরত্ব মানলে ছাড়

• পুলিশ ঠিক করবে কোথায় কী ছাড় দেওয়া হবে

• জুয়েলারি, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের দোকান খুলুক

• মোবাইল সার্ভিস বাদে খাবারের দোকান খুলুক

• সকাল ৬টা থেকে ১২ পর্যন্ত খোলা থাকবে

• আমদানি ও রফতানি চালু করা হচ্ছে

• গ্রিন জোনে জেলার মধ্যে বাস ও ট্যাক্সি চলতে পারবে

• প্রয়োজনে ১০০ দিনের শ্রমিক বাড়াতে হবে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy