দু’দিনের স্পেন সফরে ভবিষ্যৎ পরিকল্পনা পোক্ত করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এমনটা জানাচ্ছে বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্কের সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
মাদ্রিদে স্পেনের বিদেশমন্ত্রী ম্যানুয়েল আলবারেসের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে নিজের এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রী লেখেন, ‘দ্বিপাক্ষিক অংশীদারি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, নগর উন্নয়ন, রেলওয়ে, সবুজ হাইড্রোজেন, জলবায়ু নিয়ে পদক্ষেপ এবং জনগণের মধ্যে সম্পর্ক। খেলাধূলা এবং টেকসই নগর উন্নয়ন বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছি আমরা’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)