Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Mamata Banerjee

সঙ্গত কারণ না দেখিয়ে রাজ্যে কেন কেন্দ্রীয় দল? প্রশ্ন তুললেন মমতা

রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে ১০ সদস্যের কেন্দ্রীয় দল। দলটি রাজ্যের ৭ টি জেলায় যাবে। ওই দলে থাকবেন ১০ জন সদস্য।

কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ১৭:২৩
Share: Save:

কেন্দ্রীয় দল কিসের ভিত্তিতে রাজ্যে আসছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন যুক্তিতে ওই কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানো হচ্ছে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতেও চেয়েছেন তিনি।

করোনা-পরিস্থিতিতে সারা দেশের বিভিন্ন জেলার অবস্থা দেখতে কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ওই দল পাঠানো হবে বলে জানানো হয়েছে। অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও যাবে বলে নবান্নকে চিঠি পাঠানো হয়। কিন্তু, কিসের ভিত্তিতে ওই দল পাঠানো হচ্ছে তা নিয়ে সোমবার প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গত কারণ না দেখালে এ বিষয়ে এগনো সম্ভব নয় বলেও টুইট করেছেন তিনি।

রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে ১০ সদস্যের কেন্দ্রীয় দল। ওই দলটি রাজ্যের সাতটি জেলায় যাবে। তার মধ্যে তিনটি জেলা উত্তরবঙ্গের। বাকি চারটি দক্ষিণবঙ্গের জেলা। তালিকায় রয়েছে কলকাতাও। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। প্রাথমিক ভাবে ওই দলে ১০ জন সদস্য থাকবেন। তাঁদের দু’টি ভাগে ভাগ করা হয়েছে। এক একটি দলে পাঁচ জন করে সদস্য থাকবেন। একটি দল ঘুরে দেখবে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় দলটি যাবে জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে। ওই জেলাগুলির যে সব জায়গায় করোনা সংক্রমণ ছড়িয়েছে কেন্দ্রীয় দল সেই জায়গাগুলি ঘুরে দেখবে। বাস্তবে সেই জায়গাগুলির কী পরিস্থিতি তা-ও খতিয়ে দেখবে কেন্দ্রীয় ওই দল। নবান্নে পাঠানো কেন্দ্রের ওই চিঠিতে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যে ওই দু’টি দল বিশেষ বিমানে এসে পৌঁছবে।

আরও পড়ুন: কলকাতা-সহ ৭ জেলার অবস্থা গুরুতর, রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

কিন্তু কেন্দ্রের এই চিঠি প্রসঙ্গে এ দিন মমতা টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘কোভিড-১৯ সঙ্কট মোকাবিলায় আমরা সব রকমের গঠনমূলক সহযোগিতা এবং পরামর্শকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের। কিন্তু কিসের ভিত্তিতে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী দেশের নির্দিষ্ট কিছু জেলায়, যার মধ্যে পশ্চিমবঙ্গেরও কয়েকটি রয়েছে, ওই দল পাঠানো হচ্ছে তা কিন্তু স্পষ্ট নয়। বিষয়টি স্পষ্ট করতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করছি। যত ক্ষণ সেটা না হচ্ছে, আমি ভীত। সঙ্গত কারণ না থাকার কারণে আমরা কোনও ভাবেই এটা নিয়ে এগতে পারব না। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী।’’

আরও পড়ুন: কলকাতা-সহ ৭ জেলার অবস্থা গুরুতর, রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Coronavirus Central Team COVID 19 Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy