গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রবিবার সব নজির ছাপিয়ে গেল রাজ্যে করোনা সংক্রমণের এই সাম্প্রতিক স্ফীতি। কোভিডের প্রথম তরঙ্গের সময় গত ২২ অক্টোবর রাজ্যে দৈনিক সংক্রমণ ছুঁয়েছিল ৪ হাজার ১৫৭। এর পর গত বছর ৪ মে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের সময় দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ২০ হাজার ৮৪৬। এ বার ওই নজিরও টপকে গেল কোভিডের সাম্প্রতিক স্ফীতি। কলকাতায় অবশ্য দ্বিতীয় তরঙ্গের নজির আগেই ভেঙে গিয়েছে। রবিবার সংক্রমণ আরও বেড়ে পৌঁছে গেল ৯ হাজারের কাছে। পাঁচ হাজার ছাড়িয়ে গেল উত্তর ২৪ পরগনাতেও। হাওড়ায় আগেই হাজারের গণ্ডি পেরিয়েছিল সংক্রমণ। এ বার কলকাতা সংলগ্ন হগলি ও দক্ষিণ ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্ত হাজার ছাড়িয়ে গেল। রাজ্যে দৈনিক সংক্রমণের হার নজির গড়ে পৌঁছে গেল ৩৪ শতাংশের কাছে। বাংলায় সক্রিয় রোগী প্রায় ৮০ হাজার।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১২ জন। উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্ত ৫ হাজার ৫৩ জন। হাওড়ায় দৈনিক সংক্রমণ এক লাফে হল ১ হাজার ৭৪২। হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় হাজারের গণ্ডি টপকে নতুন আক্রান্ত যথাক্রমে ১ হাজার ২৭৬ জন এবং ১ হাজার ৩৪ জন।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মধ্যে পশ্চিম বর্ধমানে আগেই হাজারের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। পূর্ব বর্ধমানে প্রায় সাড়ে ছ’শো। পশ্চিম মেদিনীপুরেও দৈনিক আক্রান্ত পাঁচশোর কাছে পৌঁছে গেল। বাড়ল পূর্ব মেদিনীপুরেও। বীরভূমেও দৈনিক সংক্রমণ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এ ছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ সব জেলাতেই অনেক বেড়েছে দৈনিক আক্রান্ত।
উত্তরবঙ্গেরও সব জেলায় দৈনিক সংক্রমণ বাড়ল। দার্জিলিঙে ১৭৯ থেকে দৈনিক আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩১৯। দু’শোর কাছে পৌঁছে গেল জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। একশো ছাড়িয়েছে উত্তর দিনাজপুরে। মালদহে আরও বেড়ে নতুন আক্রান্ত ৫২৯।
করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের সময় গত ২৬ এপ্রিল রাজ্যে দৈনিক সংক্রমণের হার ছুঁয়েছিল ৩২.৯৩ শতাংশ। রবিবার ওই নজিরও টপকে গেল সাম্প্রতিক স্ফীতি। শনিবারই সংক্রমণের হার ছিল প্রায় ৩০ শতাংশ। রবিবার তা হল ৩৩.৮৯ শতাংশ। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। কোভিড পরীক্ষাও শনিবারের থেকে বেশি হয়েছে। মোট ৭১ হাজার ৬৬৪ জনের পরীক্ষা হয়েছে রবিবার।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১৮ জন। এর মধ্যে কলকাতায় পাঁচ জন ও উত্তর ২৪ পরগনায় ছ’জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৯০১ জন। রবিবার সংক্রমণমুক্ত হয়েছেন ৮ হাজার ২১৩ জন।
বাংলায় সক্রিয়া রোগীর সংখ্যা আরও বেড়ে হল ৭৮ হাজার ১১১। কলকাতায় ৩০ হাজারের গণ্ডি পেরোল সক্রিয় রোগী। উত্তর ২৪ পরগনায় প্রায় ১৫ হাজার। অন্য সব জেলাতেই সক্রিয় রোগী বেড়েছে রবিবার।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৬ লক্ষ ৪৫ হাজার ৪২৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে ১০ কোটি ৯৬ লক্ষ ৬৮৩।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy