গ্রাফিক: সনৎ সিংহ।
রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা কমল রাজ্যে। গত ২৮ ডিসেম্বরের পর এই প্রথম দৈনিক আক্রান্ত দু’হাজারের নীচে নামল রাজ্যে। সোমবার কলকাতাতেও দৈনিক আক্রান্ত ২০০-র নীচে নামল ৩৪ দিন পর। উত্তর ২৪ পরগনা বাদে রাজ্যের বাকি সব জেলাতেই দৈনিক আক্রান্ত ২০০-র নীচে রয়েছে। সেই সঙ্গে দৈনিক সংক্রমণের হারও কমে সাড়ে পাঁচ শতাংশের নীচে নেমেছে। তবে বাড়ল দৈনিক মৃত্যু।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৯১০ জন। দৈনিক সংক্রমণের বিচারে জেলাভিত্তিক তালিকায় এ বার কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় ২৩৩ জন। হাওড়াতে দৈনিক আক্রান্ত ১০০-র নীচে নামলেও হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত একশোর উপরেই রয়েছে। নদিয়াতেও নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। এ ছাড়া, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কোচবিহারে নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৫০ জন এবং ১৪০ জন।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনাতেই মারা গিয়েছেন ১৩ জন এবং পাঁচ জন। সোমবার সংক্রমণমুক্ত হয়েছেন সাত হাজার ৭২৭ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও কমে হল ৫.৪৯ শতাংশ। কলকতায় সংক্রমণের হার ৫.৫০ শতাংশ। রাজ্যের এখনও চার জেলায় দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। তার মধ্যে রয়েছে— বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং এবং মালদহ। তার মধ্যে দার্জিলিঙে সংক্রমণের হার সবচেয়ে বেশি ১৩.৬৫ শতাংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy