ফাইল চিত্র।
গত দু’বছরে সর্বনিম্ন করোনা সংক্রমণ ধরা পড়ল রাজ্যে। ২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দৈনিক আক্রান্ত এই প্রথম এতটা কমল। পাশাপাশিই, রাজ্যে সংক্রমণের হারও কমেছে। সোমবার আবার কোভিডে মৃত্যু শূন্য রাজ্যে।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১২ জন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘‘শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১২ জন আক্রান্ত হয়েছে। ১৭ মার্চ ২০২০ রাজ্যে প্রথম কোভিড আক্রান্তের হদিশ পাওয়া যায়। ৫ এপ্রিল ১১ জন সংক্রমিতকে শনাক্ত করা হয়। তার পর থেকে এই প্রথম এত কম সংক্রমিতের হদিশ মিলল।’’ তবে তাঁর বক্তব্য, এত কম আক্রান্ত ধরা পড়ার কারণ কম পরীক্ষাও হতে পারে।
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্ত ২০ লক্ষ ১৭ হাজার ৫০৭ জন। রাজ্যে কোভিডে মোট মৃত্যু ২১ হাজার ১৯৯ জন। দৈনিক সংক্রমণের হার কমে হল ০.১৫ শতাংশ। তবে বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৬৩৬।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy