সন্দেহজনক এক রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।—ছবি পিটিআই।
করোনা হানায় এ বার বেলাইন রেল হাসপাতাল। সংক্রমিত হলেন কেন্দ্রের অধীন ওই হাসপাতালের জরুরি বিভাগের এক মহিলা মেডিক্যাল অফিসার। তাঁর সংস্পর্শ সূত্রে ১০ জন স্বাস্থ্যকর্মীকে নিভৃতবাসে পাঠানো হচ্ছে। বেলেঘাটা আইডি হাসপাতালে সিসিইউয়ে চিকিৎসাধীন এক করোনা রোগিণীর সংস্পর্শ-যোগে কাদের কোয়রান্টিনে পাঠানো হবে, তা ঠিক করতে বুধবার একটি কমিটি গড়া হয়েছে। এ দিনও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের অন্য এক ইন্টার্ন এবং এক জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
সরকারি বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ জন। সব মিলিয়ে রাজ্যে এখন অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৩০০। মৃতের সংখ্যা ১৫-ই আছে। এ দিন আইডি থেকে পাঁচ জনকে এবং সল্টলেকের বেসরকারি কোভিড হাসপাতাল থেকে ছ’জনকে ছুটি দেওয়া হয়েছে।
রেল হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর দুলালচন্দ্র ভুঁইয়া জানান, তাঁদের হাসপাতালের আক্রান্ত মহিলা চিকিৎসকের উপসর্গ দেখা দিয়েছিল শুক্রবার। এ দিন তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজ়িটিভ আসায় তাঁকে পঞ্চসায়রের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তিনি কী ভাবে সংক্রমিত হলেন, রেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেটা স্পষ্ট নয়। মেডিক্যাল ডিরেক্টরের বক্তব্য, ওই মহিলা শিয়ালদহ রেল কলোনির বাসিন্দা। সেখান থেকেও সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। এ দিন হাসপাতালের ইমার্জেন্সি ব্লক বন্ধ রেখে জীবাণুমুক্ত করা হয়েছে। আজ, বৃহস্পতিবারেও সেই কাজ চলবে।
আরও পড়ুন: কিট দেওয়ার নাম নেই, বদনামের চক্রান্ত: মমতা
আইডি সূত্রের খবর, কলকাতা মেডিক্যালের এন্টালিবাসী এক স্বাস্থ্যকর্মীকে এ দিন সেখানে ভর্তি করানো হয়েছে। নতুন করে যে-ইন্টার্ন আক্রান্ত হয়েছেন, করোনা পজ়িটিভ সতীর্থদের সঙ্গে একই ঘরে তিনি ছিলেন বলে জানান জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতালের এক প্রশাসক-চিকিৎসক জানান, ১৮ এপ্রিল ডায়েরিয়ার উপসর্গ নিয়ে ৭০ বছরের এক মহিলা ভর্তি হন। চিকিৎসা চলে সিসিইউয়ে রেখে। বুকে সংক্রমণের জেরে শ্বাসকষ্ট শুরু হয়। ‘সারি’-রোগিণী হিসেবে তাঁর লালারসের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন, তা খতিয়ে দেখতে একটি কোয়রান্টিন কমিটি গড়েছে আইডি।
করোনা তথ্য
• রাজ্যে অ্যাক্টিভ পজ়িটিভ করোনা রোগী ৩০০
• মোট মৃত্যু ১৫
• সুস্থ হয়ে মুক্ত ৭৯
• মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭,০৩৭
• ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৮৫৫
• সরকারি পর্যবেক্ষণে রয়েছেন ৪,৬৯৫
• গৃহ পর্যবেক্ষণে ৩১,০৩১
• র্যাপিড অ্যান্টিবডি টেস্ট হয়েছে ২২০
• মালদহে ৮৫ জনের রিপোর্টই নেগেটিভ।
স্বাস্থ্য দফতরের হেল্পলাইন। ১৮০০৩১৩৪৪৪২২২/ ০৩৩-২৩৪১-২৬০০
তথ্য সূত্র- রাজ্য সরকার
মুখ্যসচিব রাজীব সিংহ নবান্নে জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি ও আসানসোলের বাসিন্দারা রয়েছেন। হাওড়ার স্বাস্থ্য দফতরের এক পদস্থ অফিসার জানান, এখন ওই জেলায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৯৫। তাঁদের মধ্যে আট জনের মৃত্যু হয়েছে, তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: আপাতত ঘরই মন্দির, মসজিদ, গুরুদ্বার: মমতা
মঙ্গলবার বিকেলে সত্যবালা আইডি হাসপাতালে মধ্য হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের ১৯ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। হাট লেনের ওই বাসিন্দা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। নমুনা পরীক্ষার আগেই তাঁর মৃত্যু হয়। করোনা ধরা পড়ায় ২৮ নম্বর ওয়ার্ডের গোপাল ব্যানার্জি লেনের বাসিন্দা মা ও মেয়েকে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’জনেই হাওড়া পুরসভার কর্মী। সত্যবালা আইডির এক ফার্মাসিস্টও করোনায় আক্রান্ত।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.i• ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy