Advertisement
২২ নভেম্বর ২০২৪
Corona

২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৫৪, বাড়েনি মৃতের সংখ্যা

রাজ্যে সোমবার বিকেল পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৪৫ বলে এ দিন নবান্নে জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিংহ।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ১৮:৫৩
Share: Save:

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এখনও পর্যন্ত এক দিনে আক্রান্ত হওয়ার এটাই সর্বোচ্চ সংখ্যা এ রাজ্যে। সেই সঙ্গে রোগমুক্ত হয়ে বাড়িও ফিরছেন আরও ৭ জন। সব মিলিয়ে রাজ্যে সোমবার বিকেল পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৪৫ বলে এ দিন নবান্নে জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিংহ। তিনি আরও জানিয়েছেন, করোনায় মৃতের সংখ্যা একই রয়েছে, অর্থাৎ ১২।

এ দিন মুখ্যসচিবের আগে রাজ্য সরকার গঠিত গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির অন্যতম সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরী এ দিন র‌্যাপিড টেস্টের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘‘র‌্যাপিড টেস্ট একটি স্ক্রিনিং টেস্ট। এই পদ্ধতিতে অ্যান্টিবডি পরীক্ষা করা হয় এবং সেখান থেকে প্রাথমিক একটি ধারণা পাওয়া যায় যে, কারও শরীরে ভাইরাস হানা দিয়েছে কি না।’’

মুখ্যসচিব এ দিন র‌্যাপিড টেস্ট প্রসঙ্গে বলেন, ‘‘আজ কলকাতা এবং হাওড়ায় যেখানে বেশ কয়েক জন আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে সেখানে র‌্যাপিড টেস্ট শুরু হয়েছে।” তিনি ব্যাখ্যা করে বলেন, বেশি সংক্রমণ যেখানে ঘটেছে, সেখানে সম্ভাব্য সংক্রমিতকে দ্রুত চিহ্নিত করে, তাঁকে আইসোলেশনে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই র‌্যাপিড টেস্ট করা হচ্ছে। তবে এর পরের ধাপে যে সমস্ত জায়গায় সংক্রমণ খুব কম হয়েছে সেখানেও র‌্যাপি়ড টেস্ট করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। এই মুহূর্তে রাজ্যে কোভিড সংক্রমণের ঘটনা ৯টি জেলায় নেই বলেও জানান রাজীব সিংহ।

আরও পড়ুন: সঙ্গত কারণ না দেখিয়ে রাজ্যে কেন আসছে কেন্দ্রীয় দল? প্রশ্ন তুললেন মমতা

নাইসেডের সরবরাহ করা কোভিড পরীক্ষার কিট নিয়ে প্রশ্ন করা হলে এ দিন মুখ্যসচিব বলেন, ‘‘আমরা নাইসেড কর্তৃপক্ষকে জানিয়েছি। আগে আমরা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে কিট পেতাম। নাইসেডের দেওয়া কিট নিয়ে সমস্যা রয়েছে। পরীক্ষার ফল অমীমাংসিত থাকছে। এমআর বাঙুর হাসপাতালের একাধিক নমুনার ফলাফল অমীমাংসিত থেকেছে। ফলে চূড়ান্ত ফল পেতে বিলম্ব হয়েছে। ত্রুটিপূর্ণ কিট আমরা নাইসেডকে পাল্টে দিতে বলেছি।”

এ প্রসঙ্গে তিনি আরও জানান, মালদহ মেডিক্যাল কলেজে কোভিড পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত সেখানে ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব ক’টির ফলই নেগেটিভ এসেছে। রাজ্যে এখনও পর্যন্ত ৫ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান মুখ্যসচিব। রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭৩ জন।

আরও পড়ুন: রাজ্যে এসে পৌঁছল কেন্দ্রীয় দল, নাইসেড ঘুরে গেল নবান্নে

লকডাউন প্রসঙ্গে মুখ্যসচিব এ দিন বলেন, ‘‘পুলিশ দিয়ে লকডাউন কার্যকর করা সম্ভব নয়। সবাইকে সহযোগিতা করতে হবে। মানুষকে দায়িত্বশীল হতে হবে।’’

অন্য বিষয়গুলি:

Corona Coronavirus Coronavirus in Bengal Covid 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy