Advertisement
০১ অক্টোবর ২০২৪
Congress

ডিসি-র দফতরে কংগ্রেসের ক্ষোভ

প্রদেশ কংগ্রেসের সম্পাদক জ়াহিদ হোসেনের নেতৃত্বে সামসুল হুদা রোড থেকে মিছিল করে ডিসি-র দফতরে যান কংগ্রেস নেতা-কর্মীরা।

ডিসি (সাউথ-ইস্ট) দফতরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ।

ডিসি (সাউথ-ইস্ট) দফতরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ০৮:২২
Share: Save:

এক আমলার স্ত্রী’কে যৌন নির্যাতনের মামলায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সোমবার পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ডিসি (সাউথ-ইস্ট)-এর দফতরে বিক্ষোভ দেখাল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সম্পাদক জ়াহিদ হোসেনের নেতৃত্বে সামসুল হুদা রোড থেকে মিছিল করে ডিসি-র দফতরে যান কংগ্রেস নেতা-কর্মীরা। যে সব পুলিশ আধিকারিকেরা লঘু ধারায় মামলা দায়ের করে অভিযুক্তের জামিনে সহযোগিতা করেছিলেন, তাঁদের শাস্তি-সহ ৩ দফা দাবি জানিয়েছে কংগ্রেস। এই মর্মে ডিসি-র দফতরে দাবিপত্রও দেয় তারা। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, “অভিযোগকারীর ডাক্তারি পরীক্ষা হয়নি কেন, অভিযোগপত্রই বা বিকৃত করা হল কেন? পুলিশের গাফিলতি স্পষ্ট।” প্রসঙ্গত, এই মামলায় ইতিমধ্যেই লেক থানার ওসি-সহ ৬ পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, লালবাজারের ডিসি পদমর্যাদার মহিলা অফিসারকে দিয়ে তদন্ত করানো, অভিযুক্তের জামিন খারিজের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। গাফিলতির অভিযোগে এর আগে কংগ্রেস লেক থানাতেও বিক্ষোভ দেখিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE